শহীদ রূপক চাকমার ১২তম মৃত্যুবার্ষিকী পালিত
সকাল ৭টায় খাগড়াছড়ি সদরের নারাঙহিয়ার রেডস্কোয়ারে শহীদ রূপক চাকমার আবÿ মূর্তির পাদদেশে পুস্ত্মস্ত্মবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ), শহীদ পরিবারবর্গ, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতৃবৃন্দ। পুস্পস্তবক অর্পণ শেষে শহীদ রূপক চাকমা সহ সকল শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা রূপক চাকমা যে আদর্শ ও চেতনায় সংগ্রাম করে গেছেন সে আদর্শে উজ্জ্বীবিত হয়ে জাতীয় অস্তিত্ব রক্ষার সংগ্রাম বেগবান করার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।
এছাড়া শহীদ রূপক চাকমার স্মরণে আজ সন্ধ্যায় আবক্ষ মূর্তির পাদদেশে প্রদীপ প্রজ্জ্বলন করা হবে।
উল্লেখ্য, বিগত ২০০১ সালের ২১ সেপ্টেম্বর ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ইউপিডিএফ’র পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে রূপক চাকমা পানছড়িতে যান। সেখানে পুজগাঙের মধুমঙ্গল পাড়ায় সন্তু লারমার লেলিয়ে দেয়া সশস্ত্র সন্ত্রাসীরা রূপক চাকমাকে গুলি করে নির্মমভাবে খুন করে।