শিক্ষকের উস্কানিতে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পাহাড়ি শিক্ষার্থীদের উপর হামলা!
খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৪ জুন ২০২৩

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক শিক্ষকের উস্কানিতে খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পাহাড়ি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে।
আজ বুধবার (১৪ জুন ২০২৩) সকালে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, আজ সকাল ১১টার দিকে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এক পাহাড়ি ছাত্র ও এক বাঙালি ছাত্রের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় অপর এক পাহাড়ি ছাত্র ঘটনাটি জানতে সেখানে গেলে উক্ত প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক (ইলেকট্রনিক বিভাগ) রাকিব ওই ছাত্রকে বিনা কারণে বেত্রাঘাত করে। এরপর বেত্রাঘাতের শিকার হওয়া ওই ছাত্র অধ্যক্ষ হাবিবুর রহমানের কাছে গিয়ে অভিযোগ দেয় এবং অধ্যক্ষ অভিযুক্ত শিক্ষক রাকিবকে ডেকে বিষয়টি সমাধান করে দেয়।

কিন্তু সমাধান হলেও অধ্যক্ষের কাছে অভিযোগ দেয়ার কারণে ওই ছাত্রের প্রতি ক্ষুব্ধ হন শিক্ষক রাকিব। তিনি সেটলার ছাত্রদের উস্কানি দিতে থাকেন। এক পর্যায়ে তার উস্কানিতে ওই প্রতিষ্ঠানের ছাত্র মাসুমের নেতৃত্বে এইচএসসি ২য় বর্ষের ছাত্র মো. ইয়াছিন, মো. রহমান, মো. সোহেল রানা, পারভেজ, সানজিদুল ইসলাম, আরিফ, বাহারসহ আরো কিছু বহিরাগত বাঙালি যুবক সংঘবদ্ধ হয়ে বিনা উস্কানিতে পাহাড়ি ছাত্রদের উপর হামলা চালায়। এতে কয়েকজন আঘাতপ্রাপ্ত হয়।
পরে এই ঘটনাটি ছড়িয়ে পড়লে পাহাড়ি ছাত্ররাও সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এর পরবর্তী আবারো বাঙালি ছাত্র ও বহিরাগত সেটলার যুবকরা খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে পরীক্ষা দিয়ে ফেরার সময় ৫ জন পাহাড়ি ছাত্রকে মারধর করে বলে জানা গেছে।
প্রতিষ্ঠানের একজন শিক্ষকের উস্কানিতে এমন হামলার ঘটনায় পাহাড়ি শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এ ঘটনার উস্কানিদাতা শিক্ষক রাকিবের বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন