শিক্ষার অধিকার আদায়ের আন্দোলনে শহীদদের প্রতি গণতান্ত্রিক ছাত্র জোটের শ্রদ্ধা নিবেদন

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
মহান শিক্ষা দিবসে ’৬২-এর শিক্ষার অধিকার আদায়ের আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় ঢাকায় শিক্ষা অধিকার চত্ত্বরে গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রথীন্দ্র নাথ বাপ্পি সহ ছাত্র জোটভুক্ত সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শিক্ষার অধিকার আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।


উল্লেখ্য, ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন পাকিস্তান সরকারের শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে ও গণমুখী শিক্ষার দাবিতে ফুঁসে উঠেছিল এ দেশের ছাত্রসমাজ। সেই লড়াইয়ে নিহত হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ অনেকে। তাদের স্মরণে প্রতিবছর ১৭ সেপ্টেম্বরকে ‘শিক্ষা দিবস’ হিসেবে পালন করা হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।