শিক্ষা দিবসে নান্যাচরে পিসিপি’র আলোচনা সভা

নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
শিক্ষা দিবস উপলক্ষে রাঙামাটির নান্যাচরে আলোচনা সভা করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), নান্যাচর উপজেলা শাখা।
আজ ১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার বিকাল ৩ টার সময় অনুষ্ঠিত আলোচনা সভার ব্যানার শ্লোগান ছিল “নতুন সংবিধান চাই, সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি দাও; পার্বত্য চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গোয়েন্দা নজরদারি মুক্ত করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত কর’।
সভায় পাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর উপজেলা শাখার দপ্তর সম্পাদক জেকশন চাকমার সঞ্চালনায় আলোচনা করেন পাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর উপজেলা সভাপতি সুমেত চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরাম নান্যাচর উপজেলা শাখার সভাপতি প্রিয়তন চাকমা।
পিসিপি নেতা সুমেত চাকমা বলেন, ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন পাকিস্তান সরকারের শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ নাম না-জানা অনেকেই। ইতিহাসের এই আন্দোলন ‘বাষট্টির শিক্ষা আন্দোলন’ নামে পরিচিত।
তিনি আরো বলেন, বাষট্টির শিক্ষা আন্দোলন থেকে আমাদের পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজকেও শিক্ষা নিতে হবে। আমাদের ভাষা, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য রক্ষায় ছাত্র সমাজকে ভূমিকা পালন করতে হবে।
তিনি শিক্ষা প্রতিষ্ঠানে গোয়েন্দা নজরদারি বন্ধ করে সুষ্ঠু ধারার শিক্ষা ব্যবস্থা চালু করা এবং নতুন সংবিধান প্রণয়ন করে সকল জাতিসত্তার স্বীকৃতি প্রদানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান।
যুব নেতা প্রিয়তন চাকমা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের ফলে বাংলাদেশের সমতলে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হলেও পাহাড়ে এখনো গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়নি। পাহাড়ে সেনাশাসন দ্বারা নিপীড়ন-নির্যাতন বলবৎ রাখা হয়েছে। তিনি পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন প্রত্যাহার করে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।