শুক্রবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ইউপিডিএফের গোলটেবিল আলোচনা

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর উদ্যোগে আগামীকাল শুক্রবার (৪ অক্টোবর ২০২৪) সকাল ১১:০০টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের ২য় তলায় তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে “পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক শাসন কায়েম এবং জনগণের অধিকার, মর্যাদা ও ক্ষমতা প্রতিষ্ঠা” শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ, এ্যাডভোকেট জেড আই খান পান্না, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অধ্যাপক ও মানবাধিকারকর্মী স্বপন আদনানসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল, লেখক, ছাত্র, শ্রমিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেবেন বলে ইউপিডিএফের পক্ষ থেকে জানানো হয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।