ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে পিসিপি ও যুব ফোরামের বিক্ষোভ
চট্টগ্রাম : জনগণকে নেতৃত্বহীন করার চক্রান্ত রুখে দাঁড়াও, গ্রামে গ্রামে তল্লাশীর নামে হয়রানি বন্ধ কর। ইউপিডিএফ এর কেন্দ্রীয় সভাপতি প্রসিত বিকাশ খীসা ও সাধারণ সম্পাদকসহ ১১৮ জন নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদ ও অবিলম্বে মামলা বাতিলের দাবিতে বন্দর নগরী চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)।
মিছিলটি ডিসি হিল প্রাঙ্গন থেকে শুরু হয়। নন্দন কানন বৌদ্ধ মন্দির সড়ক ঘুরে চেরাগী মোড় হয়ে প্রেসক্লাবে এসে এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।



বক্তারা আরো বলেন, ইউপিডিএফ খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে অঘোষিত সেনাশাসনকে জায়েজ করার জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে দুবৃত্তদের দিয়ে খুন গুমের মাধ্যমে ইউপিডিএফ-এর গণতান্ত্রিক সংগ্রামকে বাধাগ্রস্ত করছে। এর ফল শুভ হবে না বলেও সমাবেশ থেকে বক্তারা সরকারের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করেন।
বক্তারা অবিলম্বে ইউপিডিএফ-এর কেন্দ্রিয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা বাতিলের দাবি জানান।
________
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।
________
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।