সংখ্যালঘুদের ওপর হামলারীদের শাস্তির দাবিতে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পানছড়ি প্রতিনিধি ।। ‘দেশে প্রকৃত জনপ্রতিনিধিত্বকারী সরকার চাই’ শ্লোগানে কুমিল্লা ও রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলাকারী দূর্বৃত্তদের শাস্তির দাবিতে খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলা শাখা।
আজ সোমবার (২৫ অক্টোবর ২০২১) সকাল ১১ টায় বিক্ষোভ মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা সাংগঠনিক সম্পাদক রিপন ত্রিপুরার সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি এস মঙ্গল চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর পানছড়ি উপজেলা সাধারণ সম্পাদক সুনীল ময় চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটি সদস্য পিংকু চাকমা, ২নং চেংঙ্গী ইউপি’র সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা ও সাঁওতাল উন্নয়ন সংসদ’র সাংগঠনিক সম্পাদক আকাশ সাঁওতাল।
বক্তারা বলেন, সরকার দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা লুটতে চাচ্ছে। দেশে চলমান নানা অনিয়মকে জায়েজ করতে পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব দুর্গাপূজার সময় থেকে পরবর্তী কয়েকদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থান হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। কিন্তু এসব হামলা ঠেকাতে সরকার কোন পদক্ষেপই না নেয়ায় দুর্বৃত্তরা বীরদর্পে হামলা করতে সাহস পেয়েছে।

বক্তারা আরো বলেন, কুমিল্লায় পূজামন্ডপে পরিকল্পিতভাবে যে কোরআন রাখা হয়েছে তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় জড়িত ইকবাল হোসেন সহ কয়েকজনকে গ্রেফতার করা হলেও মূল ইন্ধনদাতাদের এখনো গ্রেফতার করা হয়নি।
বক্তারা বলেন, সারাদেশে সংখ্যালঘুদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা নতুন নয়। এর আগেও পার্বত্য চট্টগ্রামসহ দেশে অসংখ্য হামলা হয়েছে। কিন্তু অতীতে সংঘটিত হামলাগুলোর কোন বিচার হয়নি।

সরকার সংখ্যালঘু জাতি ও জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে মন্তব্য করে বক্তারা বলেন, এ সরকার যদি প্রকৃত জনগণের সরকার হতো তাহলে সংখ্যালঘুরা নিরাপদে বসবাস করতে পারতো। কিন্তু আমরা দেখতে পাই হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার রেশ কাটতে না কাটতে গতকাল কক্সবাজারের টেকনাফে চাকমা সম্প্রদায়ের ওপর হামলা ও বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, কক্সবাজার সদরের চৌফলদন্ডী উত্তর রাখাইন পাড়ায় কঠিন চীবর দান অনুষ্ঠান চলাকালে রাখাইনদের ওপর হামলা হয়েছে। এতেই প্রমাণ হচ্ছে সরকর সংখ্যালঘুদের নিরাপত্তায় কার্যকর কোন পদক্ষেপই গ্রহণ করেনি।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে সংঘটিত হামলায় জড়িত দুর্বৃত্ত ও তাদের মদদদাতাদের গ্রেফতারপূর্বক সর্বোচ্চ সাজা প্রদান করা, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং সংখ্যালঘুদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন