সংখ্যালঘু জাতিসত্তাদের জন্য ৫% কোটা পুনর্বহালের দাবিতে ঢাবিতে জুম্ম শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

0

সংখ্যালঘু জাতিসত্তাদের জন্য বরাদ্ধকৃত ৫% কোটা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ঢাকাস্থ জুম্ম শিক্ষার্থীরা।

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৩ জুলাই ২০২৪

১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সংখ্যালঘু জাতিসত্তাদের জন্য বরাদ্ধকৃত ৫% কোটা পুনর্বহালের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া জুম্ম শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ জুলাই ২০২৪) বিকেল ৪ টায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকাস্থ জুম্ম শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউরোপীয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী রুপসী চাকমার সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হেমা চাকমা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলা অং মারমা, তিতুমীর কলেজের শিক্ষার্থী হ্লাসাথোয়াই মারমা। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সাংগঠনিক সম্পাদক শুভাশীষ চাকমা।


সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ব্যবস্থার বেহাল দশার কারণে শিক্ষার্থীরা পর্যাপ্ত শিক্ষাগ্রহণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।

দুর্গম অঞ্চল, চরম শিক্ষক সংকট, শিক্ষক নিয়োগে দুর্নীতির কারনে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। যার কারনে সমতলের শিক্ষার্থীদের সাথে তারা প্রতিযোগিতামুলক পরীক্ষায় পিছিয়ে পড়ে। বক্তারা আরো বলেন, কোটা কারোর দয়া নয়, এটা আমাদের সাংবিধানিক অধিকার। বিভিন্ন কল্যাণকর ও উন্নত রাষ্ট্রে কোটা পদ্ধতি এখনো চালু রয়েছে। তারমধ্যে ভারত ,নেপাল চীন, কানাডা, আমেরিকাসহ অনেক দেশ উল্লেখযোগ্য। একটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ৫% কোটা বাতিল করে তাদেরকে আরো প্রান্তিক পর্যায়ে ঠেলে দেয়া কখনও কাম্য নয়। তাই পাহাড় এবং সমতলে সংখ্যালগু জাতিসত্তাদের ৫% কোটা পুনর্বহালের জন্য বক্তারা জোর দাবি জানান।


বক্তারা দ্যর্থহীনভাবে আরো বলেন, দেশ অগ্রগতির জন্য সরকারি চাকরিতে সমতা এবং লেভেল প্লেয়িং তৈরিতে আমাদের ৫% কোটা পুনর্বহালের কোন বিকল্প নেই। আমরা কোটাধারী বলে এই না আমরা মেধাবী নয়। প্রিলি, লিখিত এবং ভাইবা পরীক্ষা দিয়েই তারপর কোটা চলে আসে। সুতরাং, ১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরিতে দেশের মেইন স্ট্রিম জনগোষ্ঠীর সমপর্যায়ে না আসা পর্যন্ত আমাদের ৫% কোটা পুনর্বহাল রাখতে হবে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More