সংঘাত এড়াতে সমঝোতার শর্ত মেনে চলার আহ্বান পানছড়ি ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ ।। একটি বিশেষ গোষ্ঠী জুম্মদের জাতীয় অস্তিত্ব চিরতরে ধ্বংস করার জন্য সংঘাত বাঁধিয়ে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ কারণে নতুন করে ভ্রাতৃঘাতি সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৭ এপ্রিল ২০২২) পানছড়ি ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির নেতারা বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে এক বিবৃতিতে এ কথা বলেন এবং এই ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার জন্য ইউপিডিএফ ও জেএসএসসহ সকল পক্ষকে আহ্বান জানান।
পানছড়ি উপজেলা চেয়ারম্যান ও প্রতিরোধ কমিটির আহ্বায়ক শান্তি জীবন চাকমাসহ ১৬৪ জন ইউপি চেয়ারম্যান, মেম্বার, কার্বারী ও গণ্যমান্য ব্যক্তি বিবৃতিতে স্বাক্ষর করেন।
বিবৃতিতে তারা বলেন, ‘ আমরা বিভিন্ন মাধ্যমে অবগত হয়েছি যে, খাগড়ছড়ির দীঘিনালায় নতুন করে ভ্রাতৃঘাতি সংঘাত সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে; এ ব্যাপারে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সর্বোচ্চ সংযম, ধৈর্য্য ও সহনশীলতা প্রদর্শন করে সংঘাত এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি।’
সাধারণ জনগণ কখনই জুম্মদের মধ্যে ভ্রাতৃঘাতি সংঘাত ও হানাহানি চায় না মন্তব্য করে তারা আরও বলেন, ভ্রাতৃঘাতি সংঘাতের কারণে ‘কেবল বৃথা রক্তপাত ও প্রাণহানি হয় তা নয়, তা আমাদের জাতীয় স্বার্থের জন্যও অত্যন্ত ক্ষতিকর। সে কারণে আমরা ইউপিডিএফ ও জেএসএস (সন্তু লারমা) এবং ইউপিডিএফ ও জেএসএস (সংস্কারবাদী, এম. এন. লারমা) এর মধ্যে এ যাবত যেসব লিখিত ও অলিখিত চুক্তি ও সমঝোতা হয়েছে তা সামগ্রিক জাতীয় স্বার্থে অক্ষরে অক্ষরে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে অনুরোধ জানাচ্ছি এবং কোন পক্ষ এসব সমঝোতার শর্ত লঙ্ঘন করে অপর পক্ষের নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে থাকলে সেখানে থেকে অবিলম্বে সরে যাওয়ার দাবি জানাচ্ছি।’
প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ইউপিডিএফ ও জেএসএসকে জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।
বিবৃতিতে স্বাক্ষরের আগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পানছড়ি ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও পানছড়ি উপজেলা চেয়ারম্যান শান্তি জীবন চাকমা ও সভা সঞ্চালনা করেন কমিটির সদস্য ও সদর ইউপির প্রাক্তন মেম্বার সঞ্চয় চাকমা। এতে বক্তব্য রাখেন কমিটির সদস্য ও ২ নং চেঙ্গী ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অনিল বিকাশ চাকমা, ২ নং চেঙ্গী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, লোগাং ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জয় কুমার চাকমা, ৩ নং পানছড়ি সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান উজিত মুনি চাকমা, ২নং চেঙ্গী ইউপির প্রাক্তন চেয়ারম্যান কালাচাঁদ চাকমা, লীলা মোহন পাড়ার কার্বারী সুরিত মোহন চাকমা, ৩ নং সদর ইউপির সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ড মেম্বার মন্দিরা চাকমা প্রমুখ।
অনিল বিকাশ চাকমা তার বক্তব্য বলেন, নতুন করে ভ্রাতিঘাতি সংঘাত হলে পাহাড়ি জনগণ বিরাট রকমের ক্ষতির শিকার হবে। এর ফলে অদূর ভবিষ্যতে পাহাড়ি জনগণের স্বাধিকারের আন্দোলন-সংগ্রাম ভেঙে পড়বে। শাসকগোষ্ঠী পাহাড়ি জনগণের আন্দোলন-সংগ্রামের ভিত্তি ভেঙে দিতে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে ও ভ্রাতৃঘাতি সংঘাতে উস্কানি দিচ্ছে।

আনন্দ জয় চাকমা ভ্রাতিঘাতি সংঘাতের আশঙ্কার পরিপ্রেক্ষিতে পানছড়ি ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটি যে উদ্যোগ নিয়েছে তাকে সমর্থন করেন এবং বলেন, পাহাড়ে বৈসাবিকে ঘিরে প্রতিবছরই জুম্মদের ঐক্য-ভ্রাতৃত্বের বন্ধন ভেঙে দিতে ষড়যন্ত্র হয়ে থাকে।
লোগাং ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জয় কুমার চাকমা বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি জনগণের স্বার্থের পক্ষে কাজ করবেন এবং ভ্রাতিঘাতি সংঘাত বন্ধের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।
৩ নং পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান উজিত মুনি চাকমা বলেন, দীর্ঘদিন ধরে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে কোন সংঘাত হয়নি। তার জন্য জনগণ তাদেরকে সাধুবাদ জানিয়েছিল।
২নং চেঙ্গী ইউপির সাবেক চেয়ারম্যান কালাচাঁদ চাকমা বলেন, বৈসাবিতে আমাদের মধ্যে ঐক্য- ভ্রাতৃত্ব বন্ধন যেন সুদৃঢ় হতে না পারে তার জন্য শাসকগোষ্ঠী তৎপর থাকে। ১৯৯২ সালের ১০ এপ্রিল বৈসাবি উৎসবের মাত্র কয়েকদিন আগে সেটলাররা লোগাং গণহত্যা সংঘটিত করেছিল, যার ফলে উৎসব ভণ্ডুল হয়ে গিয়েছিল।
সেনা হেফাজতে ইউপিডিএফ নেতা সৌরভ চাকমাকে অমানুষিকভাবে হত্যার প্রতিবাদে আন্দোলন গড়ে না তুলে নিজেদের মধ্যে মারামারি সংঘাতে লিপ্ত হওয়া মোটেই কাম্য নয় বলে তিনি মন্তব্য করেন।
লীলা মোহন পাড়ার কার্বারী সুরিত মোহন চাকমা ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধে কাজ করবেন বলে জানান।

৩ নং সদর ইউপির সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ড মেম্বার মন্দিরা চাকমা বলেন, ভ্রাতিঘাতি সংঘাতের ফলে জ্ঞাতি-ভাইয়ের ক্ষতি হয়। ইউপিডিএফ ও জেএসএসের কেউ মারা যাওয়া মানে আমাদের জাত-ভাই মারা যাওয়া। কাজেই সংঘাত রোধ করতে আমাদের সবার এগিয়ে আসা দরকার।
সভার সভাপতি শান্তি জীবন চাকমা নতুন করে ভ্রাতৃঘাতি সংঘাতের আশঙ্কা দেখা দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এই আশঙ্কা দূর করতে অর্থাৎ সংঘাত রোধ করতে সবাইকে এগিয়ে আসার আসার আহ্বান জানান।
সভায় উপস্থিত সকলে হাত উঁচিয়ে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বানের প্রতি সমর্থন জানান।
* সভার ভিডিও লিঙ্ক https://youtu.be/eyGyY9ZzV8Q
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন