সংবিধানের ‘পঞ্চদশ সংশোধনী’ বাতিলের দাবিতে মাটিরাঙ্গায় পিসিপি-যুব ফোরামের বিক্ষোভ

0

মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৩০ জুন ২০২৪

সংবিধানের বিতর্কিত ‘পঞ্চদশ সংশোধনী’ বাতিল ও সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে মিছিল ও গণসমাবেশ হয়েছে খাগড়াছড়ির মাটিরাঙ্গায়।

আজ রবিবার (৩০ জুন ২০২৪) সকাল ১০টায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলা শাখাদ্বয় যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

“বাঙালি জাতীয়তা মানি না, লড়াই চলছে, চলবে” শ্লোগানে মাটিরাঙ্গা উপজেলার অভ্যা এলাকায় সীমান্ত সড়কে প্রথমে মিছিল ও পরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন গ্রাম থেকে জনসাধারণ অংশগ্রহণ করেন।


সমাবেশে নিকোল চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের গুইমারা উপজেলা সহসভাপতি অংসা মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা দপ্তরত সম্পাদক প্রাঞ্জল চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য জুনেট চাকমা।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার পার্বত্য চট্টগ্রামসহ দেশের সংখ্যালঘু জাতিসত্তাগুলোকে সাংবিধানিক স্বীকৃতি না দিয়ে ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন মাধ্যমে বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছে। এতে করে সরকার দেশে বসবাসরত জাতিসত্তাগুলোর নিজ নিজ জাতীয় পরিচয় নিয়ে বেঁচে থাকার অধিকার হরণ করেছে।

তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশের সংখ্যালঘু জাতিসমূহ তাদের সংবিধানে অন্তর্ভুক্তির দাবি জানায়। কিন্তু সরকার সেই দাবি না মেনে উল্টো যারা দাবি আদায়ের জন্য আন্দোলন করে তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে দমন-পীড়ন চালায়।

সমাবেশ থেকে বক্তারা বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিলপূর্বক পার্বত্য চট্টগ্রামসহ দেশের সকল জাতিসত্তাগুলোকে নিজ নিজ পরিচয়ে সাংবিধানিক স্বীকৃতি দেয়ার দাবি জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More