সংবিধান সংস্কার কমিশনে পাহাড়ি প্রতিনিধির অন্তর্ভুক্তি জরুরি: ইউপিডিএফ

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
গতকাল সোমবার (৭ অক্টোবর) অন্তর্বর্তীকালীন সরকার ড. আলী রিয়াজকে প্রধান করে ৯ সদস্যের সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে। এ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। তবে এতে পার্বত্য চট্টগ্রামের কোন পাহাড়ি প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়নি।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য উজ্জ্বল স্মৃতি চাকমা ক্ষোভ প্রকাশ করে সিএইচটি নিউজ ডটকমকে বলেন, “আমরা দাবি করেছিলাম আমাদের পাহাড়িদের মধ্য থেকে একজনকে কমিশনে রাখা হোক। কিন্তু সরকার আমাদের দাবি উপেক্ষা করেছে। এটা দুঃখজনক।”
তিনি বলেন, “আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক লাঞ্ছনা-বঞ্চনা ও অন্যায় অবিচারের শিকার হয়েছি। সংবিধানে আমাদের জাতীয় অস্তিত্বের স্বীকৃতি দেয়া হয়নি। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদেরকে বাঙালি বানানো হয়েছে। আশা করেছিলাম ছাত্র-গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত এই সরকার আমাদের বিষয়গুলো আন্তরিকতার সাথে দেখবে। কিন্তু এই সরকারও আমাদের ব্যাপারে আগের সরকারগুলোর পথে হাঁটছে কীনা সে বিষয়ে জনমনে ধীরে ধীরে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে।”
সংবিধান সংস্কার কমিশনে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জাতিসত্তা থেকে কান প্রতিনিধি অন্তর্ভুক্ত না করাকে তিনি বৈষম্যমূলক বলে মনে করেন এবং বলেন, “যেহেতু কমিশনে এখনও নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে, তাই পাহাড়িদের মধ্য থেকে একজন যোগ্য ব্যক্তিকে এতে দ্রুত অন্তর্ভুক্ত করা হোক।”
যেহেতু বাংলাদেশ বহুজাতিক, বহু ভাষিক ও বহু সংস্কৃতির দেশ, তাই সংবিধানে তার যথার্থ প্রতিফলন ঘটাতে হবে এবং সকল জাতিসত্তার আশা-আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিতে হবে বলে ইউপিডিএফ নেতা মন্তব্য করেন।
“আর এ কাজটি করতে হলে সংবিধান সংস্কার কমিশনে অবশ্যই পার্বত্য চট্টগ্রাম ও সমতলের সংখ্যালঘু জাতিগুলোর প্রতিনিধি থাকতে হবে,” তিনি বলেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।