সম্প্রতি দেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের বিচার দাবি গণতান্ত্রিক ছাত্র জোটের

0

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

সম্প্রতি ঢাকাসহ সারাদেশে শিক্ষার্থীদের উপর হামলা এবং হত্যার ঘটনা ঘটেছে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)’র কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মোঃ ওয়াজেদ সীমান্ত, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক ছাত্র তাজবীর হোসেন, মিরপুর ভাষানটেক সরকারি কলেজের শিক্ষার্থী সুজানা এবং আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কাব্যসহ একাধিক শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে।

চলমান এসব হত্যাকাণ্ডের বিচার এবং জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিবৃতি দিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৪) সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে স্বাক্ষর করেছেন গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সভাপতি (ভারপ্রাপ্ত) তাওফিকা প্রিয়া।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “বেশ কয়েকদিন ধরেই সারাদেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর হামলা এবং হত্যার ঘটনা ঘটছে। হত্যাকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোন কার্যকর উদ্যোগ এখনও পর্যন্ত দৃশ্যমান হয়নি। জননিরাপত্তা নিশ্চিতের ব্যর্থতা অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই এড়াতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিলো গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আমরা তা দেখছি না।”

অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে উল্লেখ করে বিবৃতিতে ছাত্র জোটের নেতৃবৃন্দ বলেন, “হত্যাকাণ্ড নিয়ে সরকারের নির্লিপ্ততা আমাদের হতবাক করেছে, আমরা এর নিন্দা জানাচ্ছি। একইসাথে অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধ, সংঘটিত সকল হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত করে দ্রুত বিচার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি।”



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More