সম্প্রতি সেনা-সেটলার হামলায় নিহতদের স্মরণে বিভিন্ন স্থানে প্রদীপ প্রজ্জ্বলন
সিএইচটি নিউজ ডেস্ক
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
সম্প্রতি গত ১৯ ও ২০ সেপ্টেম্বর ২০২৪ দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সেনা-সেটলার হামলায় ও সেনাবাহিনীর গুলিতে নিহত চার শহীদ ধন রঞ্জন চাকমা, জুনান চাকমা, রুবেল ত্রিপুরা ও অনিক চাকমা’র স্মরণে রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। কর্মসূচি থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে ও অংশগ্রহণে সংঘটিত হামলা-হত্যার ঘটনা তদন্তের দাবি জানানো হয়।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৪) সন্ধ্যায় ‘সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন’ আহ্বানে এই কর্মসূচি পালন করা হয়।
বিভিন্ন স্থানে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানের প্রতিবেদন:
খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদর উপজেলায় জামতলীতে আজ সন্ধ্যা ৬টার সময় শহীদ জুনান চাকমার গ্রামের বটতলায় শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন ও ১ মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে নারাঙহিয়া রেডস্কোয়ারে মিলিত হয়ে বিক্ষোভ সহকারে জামতলীতে যাওয়া হয়।


’সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন’ আহ্বানে আয়োজিত এ প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষার্থী তুফান চাকমা ও মিত্র চাকমা।
তারা গত ১৯ ও ২০ সেপ্টেম্বর দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও রাঙামাটি শহরে সেনা-সেটলার কর্তৃক সংঘটিত হামলা ও সেনাবাহিনী কর্তৃক গুলি করে হত্যার ঘটনাকে একটি পরিকল্পিত ঘটনা হিসেবে আখ্যায়িত করেন।


বক্তারা ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও এর কোনো সুষ্ঠ তদন্ত ও দোষীদের গ্রেফতার না করায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে জাতিসংঘের তত্ত্বাবধানে ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার ও শাস্তি এবং আহত-নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার দাবি জানান।
বাঘাইছড়ি: আজ সন্ধ্যা ৬টা সময় বাঘাইছড়ি উপজেলার সাজেকের উজোবাজার, গঙ্গারাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ, বাঘাইহাটের কিয়াংঘাট, মারিশ্যা ১২ কিলো, বঙ্গলতলী নো দোকান এলাকায় পৃথক পৃথকভাবে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।

প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে ও অংশগ্রহণে সংঘটিত হামলা ও গুলি করে হত্যা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের বিচার ও শাস্তির দাবি জানানো হয়।
কাউখালী : রাঙামাটির কাউখালী উপজেলায় ঘাগড়া ও কাউখালী ডিগ্রী কলেজ প্রাঙ্গনে পৃথক পৃথকভাবে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়। আজ বিকেল ৫:৪৫টার দিকে ঘাগড়া ইউনিয়নে আয়োজিত প্রদীপ প্রজ্জ্জলন কর্মসূচিতে বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থী ক্যাবিন্টন চাকমা। কর্মসূচি থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে সংঘটিত ঘটনার তদন্তের দাবি জানানো হয়।



অপরদিকে, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাউখালী ডিগ্রী কলেজ প্রাঙ্গনে প্রদীপ প্রজ্জ্জলন কর্মসূচির আয়োজন করা হয়। এত শহীদদের স্মরণে মাথার টুপি ও পায়র জুতা খুলে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে কাউখালির অবস্থানরত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী তুরগ চাকমা ও কচুখালী পাড়ার যুব নেতা সুইসাবাই মারমা।
দীঘিনালা : আজ সন্ধ্যা ৬ টা সময়ে দীঘিনালা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসমাগম এলাকায় সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন ব্যানারে শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়। এতে ছাত্র সমাজের পক্ষ থেকে পজ্জন চাকমা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

দীঘিনালায় প্রদীপ প্রজ্জ্বলন
মানিকছড়ি : আজ সন্ধ্যা ৬ টার সময় মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রি কলেজের সামনে শিক্ষার্থীরা শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করেন। প্রদীপ প্রজ্জ্বলনের আগে শহীদদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করেছে। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সুজন ত্রিপুরা। তিনি বলেন, শহীদের রক্ত বৃথা যেতে দেবো না। ছাত্রদের ৮ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মানিকছড়িতে প্রদীপ প্রজ্জ্বলন
রামগড় : খাগড়াছড়ির রামগড় উপজেলার শাক্যসিংহ বিশুদ্ধ বনবিহারে ’সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন-এর শিক্ষার্থীরা শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন। এ সময় শহীদদের সম্মানে ১ মিনিট নিরবতা পালন করা হয়।


রামগড়ে প্রদীপ প্রজ্জ্বলন (উপর ও নীচ)
লক্ষীছড়ি : খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের হুদুকছড়িতে আজ সন্ধ্যায় শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়। এতে এলাকার ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।

লক্ষীছড়িতে প্রদীপ প্রজ্জ্বলন
পানছড়ি: খাগড়াড়ি জেলার পানছড়িতেও আজ সন্ধ্যায় শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়। এতে এলাকার ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।


পানছড়িতে প্রদীপ প্রজ্জ্বলন (উপর ও নীচ)
এছাড়া নান্যাচর, রাঙামাটি সদরসহ বিভিন্ন স্থানে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।