সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে সাজেকে ইউপিডিএফের বিক্ষোভ

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৪ আগস্ট ২০২৪
“পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন চাই” শ্লোগানে অবিলম্বে সরকারের পদত্যাগ ও অন্তর্বতীকালীন সরকার গঠনের দাবিতে বাঘাইছড়ির সাজেকে বিক্ষোভ সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ), বাঘাইছড়ি ইউনিট।
আজ রবিবার (৪ আগস্ট ২০২৪) সাজেক পর্যটন সড়কের উজোবাজার গঙ্গারাম মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের আগে মিছিল নিয়ে এলাকার শত শত নারী-পুরুষ সমাবেশে স্থলে আসেন।

গণতান্ত্রিক যুবফেরাম বাঘাইছড়ি উপজেলা কমিটির সভাপতি বীর চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলা ইউনিটের সংগঠক রুপেশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা কমিটির সহসাধারণ সম্পাদক অর্চনা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা কমিটির সভাপতি পলেন চাকমা, সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বাবু ধন চাকমা ও সাজেক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পরিচয় চাকমা।
বক্তারা বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে কঠোর সমালোচনা করে বলেন, ভোট ডাকাতির মাধ্যমে জোর জবরদস্তি করে ক্ষমতা কুক্ষিগত করলেও জনগণ এ সরকারকে প্রত্যাখ্যান করেছে। বর্তমানে সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার যে আন্দোলন তাতেই এটা প্রমাণিত হয়েছে। কিন্তু সরকার প্রশাসনযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে সরকার আন্দোলনকারী ছাত্র-জনতাকে গুলি করে হত্যার পথ বেছে নিয়েছে। আমরা ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা ও নিপীড়ন-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বক্তারা দেশের বতর্মান পরিস্থিতি ও সংকটের জন্য সরকারকে দায়ি করেন এবং অবিলম্বে সরকারের পদত্যাগ ও অন্তবর্তীকালীন সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।
বক্তারা আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা মুক্তিযোদ্ধা কোটা সংস্কার দাবি করলেও সরকার আদালতকে দিয়ে পাহাড়িদের ৫% কোটা ও কমিয়ে দিয়ে মাত্র ১% রেখে দিয়েছে। তারা পাহাড়িসহ দেশের সংখ্যালঘু জাতিসত্তাগুলোর জন্য পূর্বের ৫% কোটা পুনর্বহাল করার দাবি জানান।
কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী অর্চনা চাকমা বলেন, অপহরণের দীর্ঘ ২৮ বছর অতিক্রান্ত হলেও আমরা এখনো ঘটনার কোন বিচার পাইনি। উল্টো অপরাধীদের দায়মুক্তি দেয়া হয়েছে। তিনি কল্পনা চাকমার অপহরণসহ পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সকল খুন, গুম, অপহরণের বিচার দাবি করেন।

ইউপিডিএফ সংগঠক রুপেশ চাকমা সরকারকে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানিয়ে বলেন, দেশের চলমান সংকটের জন্য সরকারই দায়ি। শত শত ছাত্র-জনতা হত্যার পর এই সরকারের আর ক্ষমতায় থাকার কোন যৌক্তিকতা থাকতে পারে না।
তিনি এই সরকারকে উগ্রবাঙালি জাতীয়তাবাদের ধারক উল্লেখ করে বলেন, সরকার ২০১১সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী মাধ্যমে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সকল সংখ্যালঘু জাতিসত্তাসমূহের ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছে। এই সরকারের মদদে পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফের অন্তত ৩৬৭ জন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে যুগ যুগ ধরে সেনা শাসন জারির মাধ্যমে পাহাড়ি জনগণের ওপর যে নিপীড়ন-নির্যাতন চালানো হচ্ছে তা বন্ধ করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামে স্থায়ী সমাধানের জন্য পূর্ণস্বায়ত্তশাসনের দাবি মেনে নিতে হবে।
রূপেশ চাকমা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফাসহ সকল কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে আগামী ৫ আগস্ট রোডমার্চ ও ৬ আগস্ট সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি সফল করতে জনগণের প্রতি আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।