সরকারের পদত্যাগ দাবিতে রাঙামাটির কুদুকছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ সমাবেশ

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৪ আগষ্ট ২০২৪
‘পূর্ণস্বায়ত্তশাসনই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী সমাধান’ এই শ্লোগানে অবিলম্বে সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে বিক্ষোভ রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি ইউনিট।
আজ রবিবার (৪ আগষ্ট ২০২৪) সকাল ১১টার সময় বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক বাবলু চাকমার সভাপতিত্বে ও হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিশি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি নীতি চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রাঙামাটি জেলা শাখার সভাপতি রিনিসা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ধর্মসিং চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক বারিঝে চাকমা।

ইউপিডিএফ সংগঠক বাবলু চাকমা দেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, পাহাড়ে ৫ দশক ধরে অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দমনে সামরিক শাসন চলমান রয়েছে। আজ সমতলে একইভাবে সামরিক বাহিনীসহ রাষ্ট্রীয় বাহিনী দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে দুই শতাধিক ছাত্র-পেশাজীবীসহ শিশু হত্যা করা হয়েছে। নির্বিচারে গণগ্রেফতার, নির্যাতন চালানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে যেমন অন্যায়ের কথা বললে, নিজের অধিকারের কথা বললে সন্ত্রাসী তকমা দেয়া হয়, একইভাবে সমতলেও আন্দোলনকারীদের রাজকার আখ্যায়িত করা হচ্ছে।
তিনি বলেন, দুই শতাধিক ছাত্র-জনতা হত্যা করে এই ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। সরকারকে অবিলম্বে পদত্যাগ করে অন্তবর্তীকালীন সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করতে হবে।

তিনি পার্বত্য চট্ট্টগ্রামে ইউপিডিএফের ৩৬৭ জন খুনসহ দুই শতাদিক ছাত্র-জনতা হত্যার ঘটনা আন্তর্জাতিক তদন্তের দাবিসহ কারাগারে আটক ইউপিডিএফ নেতা আনন্দ প্রকাশ চাকমা, ছাত্রনেতা কুনেন্টু চাকমাসহ সকল নেতা-কর্মী ও ছাত্রদের মুক্তির দাবি জানান।
হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা বলেন, আমাদের সংগঠনের সাবেক নেত্রী কল্পনা চাকমা অপহরণের বিচার এখনও হয়নি। অথচ তার উক্তি ‘একদিন পাহাড়ের নিপীড়ন সমতলে নেমে আসবে’ তা আজ সমতলে প্রতীয়মান হয়েছে। তিনি দেশে আন্দোলন দমনের নামে সরকার নির্বিচারে গুলি চালিয়ে ছাত্রসহ দুই শতাধিক হত্যার বিচারের দাবি জানান।

পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বারিঝে চাকমা বলেন, স্বাধীনতার পর থেকে পাহাড়ে নিপীড়ন চলছে। তিনি পার্বত্য চট্টগ্রামের অনগ্রসর শিক্ষার কথা বিবেচনা করে ৫% পাহাড়ি কোটা পুনর্বহালের দাবি জানান।
সমাবেশ শুরু হওয়ার আগে বিশাল বিক্ষোভ মিছিল বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে কুদুকছড়ি বাজার প্রদক্ষিন করে পূনরায় একই স্থানে সমাবেশে মিলিত হয়।
এছাড়া একই দাবিতে নান্যাচরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ২ টার সময় নান্যাচর সদর টিএন্ডটি পাতাছড়ি মূখ রাস্তা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে টিএন্ডটি বাজার প্রদক্ষিণ করে নান্যাচর কলেজ প্রাঙ্গনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক প্রিয়তন চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন ইউপিডিএফ সংগঠক অবিচল চাকমা ও পিসিপি’র জেলা সভাপতি তনুময় চাকমা।
বক্তারা পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে হত্যা, দমন-পীড়ন বন্ধ করে পাহাড়িদের যোক্তিক দাবি পূর্ণস্বায়ত্তশাসন মেনে নেওয়াসহ অবিলম্বে সরকারকে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।