সরকারের বন্ধের তালিকায় সিএইচটি নিউজ সহ পাহাড়ের ৫টি নিউজ পোর্টাল

নিজস্ব প্রতিনিধি ।। সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশে ১৭৮টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে নির্দেশ দিয়েছে। এ তালিকায় রয়েছে পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় নিউজ পোর্টাল Cht News (chtnews.com)সহ পাহাড়ের অন্তত ৫টি অনলাইন নিউজ পোর্টাল। বন্ধের তালিকায় থাকা পাহাড়ের অন্য পোর্টালগুলো হলো- chtmail.com, hillvoice.net, chtmedia24.com ও indegenessmedia.wordpress.com.
সোমবার (১১ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে দেয়া এ পত্রে অনিবিন্ধিত ও অননুমোদিত নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলকরণসহ লিঙ্ক বন্ধ করার অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, বন্ধের তালিকায় থাকা Cht News, Hill Vioce ও Cht Mail মূলত পাহাড়ের নিপীড়ন-নির্যাতন, ভূমি বেদখল, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করে থাকে। যেসব ঘটনা ও খবরগুলো দেশের প্রধান সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হয় না বা খুব কমই প্রকাশিত হয়ে থাকে।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন