সহপাঠী গণধর্ষণের বিচার চাইতে গিয়ে শিক্ষার্থীদের মিছিলে সেনাবাহিনীর হামলার ঘটনায় নিন্দা তিন সংগঠনের

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ায় সেটলার বাঙালি মুনির ইসলাম ও আরমান ইসলাম গং কর্তৃক ৮ম শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ সকালে ভাইবোনছড়া বাজারে ‘সাধারণ শিক্ষার্থী ও যুব সমাজ ভাইবোনছড়ার’ উদ্যোগে আয়োজিত শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে সেনাবাহিনীর অতর্কিত হামলা ও সাংবাদিকসহ কয়েকজনকে পাশবিক নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশনে ও গণতান্ত্রিক যুব ফোরাম।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ২৭ জুন ২০২৫ ভাইবোনছড়া বাজারস্থ উন্নয়ন বোর্ড ভবনের পাশে একটি বাসায় স্বেচ্ছাসেবক দলের ভাইবোনছড়া ইউনিয়ন সভাপতি আরমান হোসেন (৩২), সদস্য ইমন হোসেন (২৫) ও এনায়েত হোসেন (৩৫) এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (৩২), বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুনির ইসলাম (২৯) ও ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো. সোহেল ইসলাম (২৩) কর্তৃক এক পাহাড়ি স্কুল ছাত্রীকে গণধর্ষণ করে। এই ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে আজ সকালে শত শত শিক্ষার্থী ভাইবোনছড়া বাজারে বিক্ষোভ প্রদর্শন করে। কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে সেনাবাহিনীর সদস্যরা তাদের ওপর বিনা উস্কানিতে অতর্কিত হামলা চালায়। এতে পালাতে গিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া সংবাদ সংগ্রহ করার সময় ডিবিসি নিউজের খাগড়াছড়ি প্রতিনিধি মিলন ত্রিপুরার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়।
সেনাবাহিনীর এই হামলাকে অত্যন্ত ন্যাক্কারজনক ও অপরাধী ধর্ষকদের রক্ষার অপচেষ্টা মন্তব্য করে নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশে সেনাবাহিনী এক বছর ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে অপব্যবহার করে নাগরিকদের মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। ‘গতকাল গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিতে কয়েকজন হতাহত হয়েছে।’
নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমান সরকার পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের মতোই পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন জারী রাখার কারণে পাহাড়িদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে।
নেতৃবৃন্দ, পার্বত্য চট্টগ্রাম সেনাশাসন প্রত্যাহারপূর্বক পতিত সরকারে আমলে পার্বত্য চট্টগ্রামের জন্য জারীকৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১১ দফা নির্দেশনা বাতিল করে পাহাড়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতসহ অবিলম্বে শান্তিপূর্ণ মিছিলে হামলাকারী সেনাসদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ভাইনোনছড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনার বিচারের দাবি জানান। এছাড়াও নিজেদের ন্যায্য দাবি ও প্রকৃত গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে ন্যায়ের পক্ষে অবিচল থেকে শাসকগোষ্ঠীর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও রুখে দাঁড়ানোর জন্য ছাত্র-যুব-নারী সমাজের প্রতি আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।