সাজেকের উদয়পুর বাজারে যেতে সন্তু গ্রুপের নিষেধাজ্ঞা ও পাহাড়ি ব্যবসায়ীদের উচ্ছেদের অভিযোগ

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীরা সাজেকের মাজলং ও বাঘাইহাট-উজোবাজার এলাকার পাহাড়ি ব্যবসায়ীদেরকে উদয়পুর বাজারে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে এবং উদয়পুর বাজার হতে পাহাড়ি দোকান ব্যবসায়ীদের উচ্ছেদ করার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, আজ মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫) সাজেক উদয়পুর বাজারের হাটবার হওয়ায় সকালে উজোবাজারের কাপড় ব্যবসায়ী স্বপ্না চাকমা উদয়পুর বাজারে যাচ্ছিলেন। কিন্তু সন্তু গ্রুপের সন্ত্রাসীরা (লিটন চাকমা, নীরব চাকমা ও বিক্রম চাকমা) তাকে দাড়িপাড়া থেকে ফেরত পাঠিয়ে দেয়। ফলে তিনি আর উদয়পুর বাজারে যেতে না পেরে উজোবাজারে ফিরে আসতে বাধ্য হন।
বাধাদানকারী সন্তু গ্রপের সন্ত্রাসীদের মধ্যে লিটন চাকমা দাড়িপাড়া এলাকার পরিচালক, নীরব চাকমা কালেক্টর ও বিক্রম চাকমা গণসংযোগ’র দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
সন্তু গ্রুপের সন্ত্রাসীরা দাড়ি পাড়া নামক জায়গায় রীতিমত চেক পোস্ট বসিয়ে উদয়পুর বাজারে যেতে বাধা প্রদান করে যাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
অপরদিকে, সন্তু গ্রুপের সন্ত্রাসীরা বেশ কয়েকদিন আগে থেকে মাচলং ও বাঘাইহাট এলাকার পাহাড়ি ব্যবসায়ীদেরকে চিহ্নিত করে উদয়পুর বাজার থেকে উচ্ছেদ করে চলেছে। ইতোমধ্যে বাঘাইহাট ও মাচলং এলাকার বেশ কয়েকজন পাহাড়ি দোকান ব্যবসায়ী নিজেদের ব্যবসা-বাণিজ্য গুঁটিয়ে উদয়পুর থেকে চলে আসতে বাধ্য হয়েছেন। ফলে বর্তমানে তাদের পরিবার-পরিজন আর্থিক সংকটে পড়েছেন।
বিষয়টি নিয়ে তারা বিভিন্ন মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করেও কোন কূল কিনারা পাচ্ছেন না।
সন্তু গ্রুপের এহেন হয়রানিমূলক কর্মকাণ্ডে এলাকার জনগণ তীব্র নিন্দা, ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।