সাজেকের দুর্গম শুকনোছড়া এলাকায় ইউপিডিএফের বিশুদ্ধ পানি বিতরণ

সাজেক প্রতিনিধি ।। রাঙামাটির সাজেক ইউনিয়নের দুর্গম শুকনো ছড়া এলাকায় ব্যাপক পানির সংকট দেখা দিয়েছে। অনাবৃষ্টি ও তীব্র খরার কারণে আশে-পাশের ছড়া, ঝিড়িগুলো সব শুকিয়ে পানি শুন্য হয়ে পড়েছে। ফলে এলাকার প্রায় আড়াই শতাধিক পরিবার খাবার পানিসহ ব্যবহারযোগ্য পানির কষ্টে ভুগছে। দীঘিনালা থেকে পানি কিনে এনে কোনরকম দিনযাপন করতে হচ্ছে তাদের।
এলাকাবাসীর এই পানি সংকট কিছুটা লাঘব করতে এগিয়ে এসেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সাজেক ইউনিট। প্রাথমিক পর্যায়ে তিনটি গ্রামে বিতরণ করা হয়েছে বিশুদ্ধ পানি।
আজ সোমবার (৩ মে ২০২১) সকাল ১০টার সময় ইউপিডিএফের সাজেক ইউনিটের সংগঠক আর্জেন্ট চাকমার নেতৃত্বে শুকনোছড়া এলাকার ১০নং পাড়া, নতুন পাড়া ও জাম্মুরো পাড়ার প্রায় ১৫০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
এ সময় এলাকার এক মুরুব্বি বলেন, আমরা দীর্ঘ বছর ধরে এ এলাকায় বিশুদ্ধ পানির সংকটে ভুগছি। এই পানির সংকট থেকে মুক্তির জন্য সাাজেক ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় মেম্বারের কাছে কয়েকবার আবেদন জানানোর পরও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। বিশুদ্ধ পানির অভাবে প্রতি বছর ডায়রিয়াসহ নানা অসুখে আত্রুান্ত হয়ে অনেক শিশু মারা যায় বলেও তিনি জানান।
তিনি এই সংকট সময়ে পানি সরবরাহের জন্য ইউপিডিএফ’র প্রতি ধন্যবাদ জানান।

এ বিষয়ে ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা বলেন, অনাবৃষ্টি ও তীব্র খরার কারণে অন্যান্য বছরের তুলনায় এ বছর শুকনো ছড়া এলাকায় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এখন এলাকার ছড়া-ঝিড়িতে কোন পানি নেই। তাই জনগণের পার্টি হিসেবে ইউপিডিএফ এই এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে।
তিনি সমাজের বিত্তশালী ব্যক্তি ও বিভিন্ন মানবতাবাদী সংগঠনকেও এলাকাবাসীর পানির কষ্ট লাঘবে এগিয়ে আসার আহ্বান জানান।
ইউপিডিএফ ছড়াও ‘ফাউন্ডেশন অব হিউম্যানিটিস’ নামে একটি সংগঠনের পক্ষ থেকেও উক্ত এলাকায় পানি বিতরণ করা হয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।