সাজেকের ভুয়োছড়িতে সেনাবাহিনী কর্তৃক দুই ভাইকে নির্যাতনের অভিযোগ

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
রাঙামাটির সাাজেক ইউনিয়নের ভুয়োছড়িতে সেনাবাহিনী দুই ভাইকে শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) দুপুরে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন- দীপন চাকমা (২৩) ও তার ছোট ভাই বড়মো চাকমা (১৭)। তারা ভূয়োছড়ি গ্রামের মৃত সুনীল কুমার চাকমার সন্তান।
সেনারা তাদেরকে লাঠি ও বন্দুকের বাট দিয়ে মারধর করে এবং লাথি মারে। এ সময় তাদেরকে ইউপিডিএফের লোকজনকে দেখিয়ে দিতে বলে, অন্যথায় আটকের ভয় দেখায়।
পরে নির্যাতন শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর থেকে ভুয়োছড়ি এলাকায় সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। বর্তমানে ভূয়োছড়ি এলাকায় বিপুল সংখ্যক সেনা সদস্য অবস্থান করছে। এই অভিযানে সাধারণ জনগণের উপর নিপীড়ন ও ব্যাপক হয়রানির অভিযোগ উঠেছে। সেনারা ঘরবাড়ি-দোকানপাটে তল্লাশি, বিনামূল্যে গ্রামবাসীদের পালিত গবাদিপশু জবাই করে খেয়ে দেওয়াসহ নানা অন্যায় কর্মকাণ্ড চালাচ্ছে। এতে এলাকার জনগণ চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।