সাজেকের ভুয়োছড়িতে সেনা অভিযানের নামে নারীকে শ্লীলতাহানি, তল্লাশি, নির্যাতনের প্রতিবাদে মাজলঙে বিক্ষোভ

0


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

রাঙামাটির সাজেকে ইউনিয়নের ভুয়োছড়িতে সেনা অভিযানের নামে বাড়িঘর তল্লাশি, লুটপাট, পশু সম্পদ বিনষ্ট, শ্লীলতাহানি ও নির্যাতনের প্রতিবাদে মাজলঙে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকালে মাজলং বাজার এলাকায় পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ এই বিক্ষোভের আয়োজন করে।

হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা সভাপতি সুখী চাকমার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সীমা চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন  গণতান্ত্রিক যুব ফোরামের মাজলঙ শাখার সভাপতি অজন চাকমা ও সাজেক ভূমি রক্ষা কমিটির সভাপতি নতুন জয় চাকমা।


সমাবেশে সুখী চাকমা বলেন, ভুয়োছড়িতে আমাদের এক মাকে জনৈক সেনা সদস্য শ্লীলতাহানি করেছে, তাকে ধর্ষণের চেষ্টা করেছে। শুধু সে ঘটনা নয়, সেনারা এ ধরনের আরো ঘটনা ঘটিয়েছে।

তিনি নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা দেয়ার নাম করে সেনাবাহিনী আমাদের ওপর নিপীড়ন করছে। ঘরবাড়ি তল্লাশির নাম করে আমাদের মা-বোনদের ধর্ষণের চেষ্টা করছে। আমরা এই নিপীড়ক সেনাবাহিনী চাই না। আমরা চাই পার্বত্য চট্টগ্রামে শান্তিতে থাকতে। যে ক্ষতি হয়েছে আমরা তার ক্ষতিপূরণ চাই।


তিনি বলেন, শুধু ভুয়োছড়িতে নয়, অনিল পাড়া নামক স্থানে দুই-তিন জনকে ত্রিপুরা গ্রামবাসীকে সেনা সদস্যরা মারধর করেছে। যে সেনাবাহিনী পাহাড়ের মানুষদের ভালোবাসতে জানে না, সে সেনাবাহিনীর পাহাড়ে থাকার কোন যোগ্যতাই নেই।

তিনি শ্লীলতাহানির ঘটনায় জড়িত সেনা সদস্যকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে ভুক্তভোগী নারী উপস্থিত থেকে তার ওপর হওয়া শ্লীলতাহানির ঘটনা তুলে ধরেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More