সাজেকের মাচলঙে ইউপিডিএফের উদ্যোগে জনকল্যাণমূলক নানা কর্মসূচি ও পোস্টারিং

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে ইউপিডিএফের উদ্যোগে সাজেকের মাজলং-এ জনগণের চলাচলের সুবিধার্থে কাঠের সেতু নির্মাণ, রাস্তা মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও পোস্টারিং করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে মাজলং এলাকার পুকুর পাড়া জনগণের চলাচলের সুবিধার্থে একটি কাঠের সেতু নির্মাণ করে দেওয়া হয়েছে। এছাড়া মাজলং থেকে তালকুম্ভো যাওয়ার রাস্তা মেরামত এবং মাজলং বাজার পরিস্কার করা হয়েছে। এসব কাজে ইউপিডিএফ, পিসিপি, হিল উইমেন্স ফেডারেশন ও যুব ফোরামের কর্মীসহ এলাকার যুবক যুবতীরা অংশগ্রহণ করেন।

উলেখ্য, মাজলং পুকুর পাড়ায় দীর্ঘ দিন ধরে পুরনো ব্রীজটি ভেঙে যাওয়ায় এলাকা জনগণের চলাচলে অসুবিধার সৃষ্টি হয়। তাই সেখানে কাঠের সেতুটি নতুন করে নির্মাণ করে দেওয়া হয়।
এছাড়া মাজলং থেকে তালকুম্ভো রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রীসহ শত শত মানুষ আাসা-যাওয়া করে। কিন্তু রাস্তাটি তেমন ভালো না হওয়ায় কষ্ট করে তাদেরকে যাতায়াত করতে হয়। তাই ওই রাস্তাটিও মেরামত করে দেওয়া হয়।

পরিবেশ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাজলং বাজারে প্লাস্টিক-পলিথিনসহ পরিবেশ ক্ষতিকর আবর্জনা পরিষ্কার করা হয়। এতে স্থানীয় সকল শ্রেণি-পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন।
ইউপিডিএফের এসব জনকল্যাণমূলক কাজের জন্য স্থানীয় জনগণ ধন্যবাদ জানান।
এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন শ্লোগান সম্বলিত হাতে লেখা পোস্টারিং করা হয়েছে মাজলং এলাকায়।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।