সাজেকের মাচলঙে ইউপিডিএফের প্রতিষ্ঠাবার্ষিকীর তোরণ থেকে ফেস্টুন খুলে ফেলার অভিযোগ

0


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ

শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

রাঙামাটির সাজেক ইউনিয়নের মাচলঙে সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত তোরণ থেকে ফেস্টুন খুলে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪) রাতে মাজলং ক্যাম্পের সেনা সদস্যরা উক্ত তোরণে টাঙানো “প্রতিষ্ঠার ২৬তম বার্ষিকীতে সংগ্রামী অভিবাদন…” সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুনগুলো খুলে ফেলে দেয় বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর ছিল ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে দলটি নানা কর্মসূচি পালন করে। এরই অংশ হিসেবে গত ২৫ ডিসেম্বর স্থানীয় এলাকার জনগণ মাজলং বাজারের মেইন ফটকে প্রাকৃতিক উপকরণ দিয়ে একটি তোরণ নির্মাণ করে। এতে “Long Live UPDF, No Full Autonomy No Restপ্রতিষ্ঠার ২৬তম বার্ষিকীতে সংগ্রামী অভিবাদন ও লড়াইয়ে প্রেরণা ২৬ ডিসেম্বর চির ভাস্বর” লেখা সম্বলিত ফেস্টুন টাঙানো হয়।

জানা গেছে, তোরণটি নির্মাণের পর পর মাজলং সেনাক্যাম্প কমান্ডার তোরণ ভেঙে ফেলার জন্য সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমাকে নির্দেশ দেন। কিন্তু তিনি তোরণটি ভেঙে দিতে অপরাগতা প্রকাশ করলে সেনা কমাণ্ডার তাকে (অতুলাল) ও স্থানীয় জনপ্রতিনিধিদের হুমকি-ধমকি দেন বলেও অভিযোগ রয়েছে।

এরপরও তারা তোরণটি ভেঙে না দিলে গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে সেনা সদস্যরা তোরনটিতে টাঙানো ফেস্টুনগুলো খুলে ফেলে দেয়।

সেনাদের এহেন কাজকে স্বাধীন মত প্রকাশ ও গণতান্ত্রিক অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন স্থানীয় এলাকাবাসী।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More