সাজেকের মাজলংয়ে দুই গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশির অভিযোগ

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৯ মে ২০২৫
রাঙামাটির সাজেক ইউনিয়নের মাজলং বাজার এলাকায় দুই গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনী হয়রানমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার (৯ মে ২০২৫) এ তল্লাশির ঘটনা ঘটে।
যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- হোঙায়ের চাকমা ও তার ছেলে চিত্ত চাকমা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার সময় বাঘাইহাট জোন কমাণ্ডার লে. কর্ণেল মো. মাসুদ রানার নেতৃত্বে দুটি পিক-আপ ও একটি মাইক্রোবাসে করে একদল সেনা সদস্য মাজলং এলাকায় যায়। এরপর দুপুরে সেনারা মাজলং বাজার এলাকায় ব্রিজ পাড়া গ্রামের বাসিন্দা উক্ত দুই গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালায়। কাউকে কোন কিছু না বলে সেনারা সরাসরি বাড়ির ভিতরে ঢুকে তল্লাশির পর চলে যায় বলে ভুক্তভোগীরা জানান।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের তথ্যমতে, বাড়ি তল্লাশির সময় চোখে কালো চশমা, মুখে মুখোশ ও সেনাবাহিনীর পোশাকে একজনকে দেখা গেছে। পুরো চিহ্নিত করা না গেলেও মুখোশ পড়া লোকটি সেনা সৃষ্ট ঠ্যাঙারে বাহিনীর সদস্য বলে সন্দেহ বলে তারা সন্দেহ করছেন।
এদিকে, নিরীহ দুই গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশির ঘটনায় স্থানীয়দের মধ্যে চাপা আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা সেনাবাহিনীর এ ধরনের ভীতিকর ও হয়রানিমুলক তল্লাশির নিন্দা জানিয়ে এসব বন্ধ করতে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।