সাজেকের মাজলঙে শহীদ জুনান-রুবেল-ধনরঞ্জন-অনিকের স্মরণে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন

0


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

২০২৪ সালের ১৯-২০ সেপ্টেম্বর দীঘিনালা, খাগাড়াছড়ি সদর ও রাঙামাটিতে সাম্প্রদায়িক হামলায় জুনান চাকমা, রুবেল ত্রিপুরা, ধন রঞ্জন চাকমা ও অনিক চাকমার খুনিদের বিচার ও শাস্তির দাবিতে এবং শহীদদের স্মরণে সাজেকের মাজলঙে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন করা হয়েছে।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬:৪৫টা সময়ে সাজেক জুমচাষী কল্যাণ সমিতি, পরিবেশ রক্ষা কমিটি ও ভূমি রক্ষা কমিটির যৌথ উদ্যোগে মাজলঙের উজ্জেংছড়ি ও মাজলং বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

উজ্জেংছড়িতে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সাজেক জুমচাষী কল্যাণ সমিতির সহসভাপতি মেহেন্দ্র লাল ত্রিপুরা। এতে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা, সাজেক ইউপি’র ৭ নং ওয়ার্ডের সদস্য বন বিহারী চাকমা, উজ্জেংছড়ি গ্রামের কার্বারী কালাচান চাকমা। সভা পরিচালনা করেন, ২নং উজ্জেংছড়ি গ্রামের কার্বারি শান্তিময় চাকমা।


মাজলং বাজারে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সাজেক ভূমি রক্ষা কমিটির সভাপতি নতুন চাকমা ও সভা পরিচালনো করেন যুব নেতা লেখন চাকমা।

এতে বক্তব্য রাখে যুব নেতা রতন চাকমা, নারী সমাজের নেত্রী ভানু প্রিয়া চাকমা। সভা শুরুতে শহীদেদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তারা, ইউনূস সরকারের কড়া সমালোচনা করে বলেন, ক্ষমতাগ্রহণের দেড় মাসের মাথায় ধন রঞ্জন, জুনান, রুবেল ও অনীকে হত্যার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে আগের ফ্যাসিষ্ট হাসিনাকেও হার মানিয়েছে ইউনূসের অন্তর্বর্তী সরকার।

স্মরণসভা থেকে অবিলম্বে জুনান-রুবেল-ধনরঞ্জন-অনিক’র খুনিদের আইনের আওতায় এনে বিচার ও শাস্তির দাবি জানান। একই সাথে তারা সেনা-ঠ্যাঙাড়ে সন্ত্রাসসহ সন্তু লারমার জেএসএস’র জাতিধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

স্মরণসভা শেষে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করা হয়।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More