সাজেকের মাজলঙে সেনাবাহিনীর হুমকি, দোকানে হামলা ও দুজনকে মারধরের অভিযোগ

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
রাঙামাটির সাজেক ইউনিয়নের মাজলং বাজারে সেনাবাহিনী দুই জন দোকানদারকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ব্রীজ পাড়ায় দোকানপাটে হামলা, ১৪ কিলো নামক স্থানে দু’জন দোকানদারকে হুমকি প্রদান এবং আগামীকাল সড়ক অবরোধে রাস্তায় না নামতে মাজলং বাজারে মাইকিং করেছে বলে খবর পাওয়া গেছে।
মারধরের শিকার হওয়া দু’জন হলেন- সুপায়ন চাকমা (৩০), পিতা- অক্ষয় মুনি চাকমা ও কখন চাকমা, পিতা- চন্দ্র বিজয় চাকমা। তারা দু’জনই মাজলং বাজারের দোকানদার বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা যায়, আজ সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) রাত ৮টার সময়ে মাজলং ক্যাম্প থেকে এক দল সেনা সদস্য ১৪ কিলো এলাকায় গিয়ে বাবুল চাকমার ছেলে তপিয়ো চাকমা (৩০) ও অরুনাময় চাকমার ছেলে সুমেন চাকমার দোকান বন্ধ করতে নির্দেশ দেয়। দোকান বন্ধ করতে একটু দেরি হওয়াতে সেনারা তাদের দোকান ভেঙে দেয়ার হুমকি প্রদান করে।
অন্যদিকে, সেনারা মাজলং বাজারে মাইকিং করে আগামীকাল সড়ক অবরোধে রাস্তায় না নামতে জানিয়ে দিয়েছে এবং রাস্তায় নামলে ‘ইউপিডএফ কর্মী’ হিসেবে গ্রেফতার করবে বলে হুমকি প্রদান করেছে।
সর্বশেষ রাত সাড়ে ১০টায় পাওয়া খবরে জানা গেছে, সেনারা মাজলং ব্রীজ পাড়ায় শান্তি মিলন চাকমা (৩৫), পিতা- হোজাল্লে চাকমা, জয়েদর চাকমা (৪০), চিক্কো চাকমা (৩৭), পিতা- সুরজয় চাকমা ও প্রিয় জীবন চাকমা (৩৪), পিতা- ভিম চাকমা’র দোকানে হামলা চালাচ্ছে।
এছাড়া সেনারা এগোজ্যাছড়ি (১৪ কিলো) এলাকায় গিয়ে করুণাময় কার্বারী, পিতা-হুত্তুরিবো চাকমা, তপিয়ো চাকমা, পিতা- বাবুল চাকমা ও জীবান্তু চাকমা’র বাড়িতে গিয়ে দরজা ভেঙে প্রবেশ করে বাড়ির লোকজনকে ঘুম থেকে তুলে হয়রানিমূলক নানা জিজ্ঞাসা করেছে এবং জীবান্তু চাকমার স্ত্রী চিড়িঙি চাকমাকে (পা.চ.নারী সংঘের মাজলং শাখার সভাপতি) ঘুম থেকে তুলে লাকড়ি দিয়ে গলায় আঘাত করেছে। সেনারা তাকে ‘আগামীকাল রাস্তায় দেখলে খবর আছে’ এমন হুমকি দেয় বলেও জানা গেছে।
সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডে এলাকার জনমনে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, গতকাল (১৪ ডিসেম্বর) মাজলঙের এগোজ্জ্যোছড়ি (১৪ কিলো) নামক স্থানে স্থানীয় জনগণের অর্থায়নে নির্মাণাধীন একটি প্রাথমিক বিদ্যালয় সেনাবাহিনীর সহায়তায় বনবিভাগ কর্তৃক ভাঙচুর ও বিদ্যালয়ের সরঞ্জামাদি নিয়ে যায়। এর প্রতিবাদে এলাকাবাসী গতকাল তাৎক্ষণিকভাবে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। কিন্ত বিষয়টি সমাধান না হওয়ায় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি, সাজেক কার্বারি এসোসিয়েশন, ভূমি রক্ষা কমিটি ও জুমিয়া কল্যাণ সমিতির নেতৃত্বে এলাকাবাসী আজ সোমবার (১ে৫ ডিসেম্বর) বিকাল ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য সাাজেক পর্যটন সড়ক অবরোধের ঘোষণা দেয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
