সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ স্থগিত ঘোষণা

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
সাজেকের মাজলং এলাকার এগোজ্জেছড়িতে (১৪ কিলো) নির্মাণাধীন বেসরকারি প্রাইমারী স্কুল ভেঙে দেয়ার প্রতিবাদে ও স্কুলটি পুনঃনির্মাণের দাবিতে এলাকাবাসীর ডাকে চলা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টার সময় এগোজ্জেছড়িতে ভেঙে দেওয়া স্কুল মাঠে উদ্ভুত পরিস্থিতি নিরসনে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য বক্তিবর্গ ও সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে এক আলোচনা সভায় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
সভায় এলাকাবাসীর পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো:
১. আজকের (১৬ ডিসেম্বর) মধ্যে নিয়ে যাওয়া স্কুল নির্মাণ সরঞ্জামাদি সেনাবাহিনীর মাধ্যমে যথাস্থানে ফেরত দিতে হবে।
২. গত ১৪ ডিসেম্বর বিক্ষুব্ধ জনতা কর্তৃক অনাকাঙ্ক্ষিতভাবে মাজলং বাজারে অবস্থিত বনবিভাগ অফিসে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ১৪ জনের নাম উল্লেখসহ কয়েকশ অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করার যে প্রক্রিয়া চলছে তা বাতিল করতে হবে।
৩. স্কুল পুনঃনির্মাণের ক্ষেত্রে সরকার ও প্রশাসন থেকে পরবর্তী আর কোন বাধা থাকবে না এবং প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
সভায় আগামী ৩ দিনের মধ্যে উক্ত দাবি বাস্তাবায়নের আশ্বাস প্রদান করা হলে ঘোষিত অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি স্থাগিত করা হয়।
উক্ত সভায় এলাকাবাসীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- অতুলাল চাকমা, চেয়ারম্যান, সাজেক ইউপি; জ্যোতিলাল চাকমা, সভাপতি, জুমিয়া কল্যাণ সমিতি; ব্রজ মনি চাকমা, সভাপতি, সাজেক ভূমি রক্ষা কমিটি; নিরূপা চাকমা, সাজেক নারী সমাজ; সুমেন চাকমা, কার্বারী এগোজ্যাছড়ি; বিদ্যুৎ আলো চাকমা, সদস্য, সাজেক গণ অধিকার রক্ষা কমিটি; বিজয় কান্তি চাকমা, সদস্য, সাজেক গণ অধিকার রক্ষা কমিটি; সুমিতা চাকমা, সদস্য, সাজেক ইউনিয়ন পরিষদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অপরদিকে, সেনাবাহিনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- বাঘাইহাট জোনের প্রতিনিধি মেজর মো. আতিকুল ইসলাম ও মাজলং সাবজোন কমান্ডার মো. রাশেদ খান। এ সময় সেনাবাহিনীর একটি দলও সেখানে উপস্থিত ছিল।
আলোচনা শেষে সাজেকের উজোবাজারে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে অবরোধ কর্মসূচি স্থগিতের কথা জানান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বাবুধন চাকমা। তিনি অবরোধে অংশগ্রহণকারী জনগণকে ধন্যবাদ জানান এবং যথা সময়ে দাবি বাস্তবায়ন করা না হলে পূনরায় অবরোধ কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়ে দেন।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর, দুপুরে মাজলং এলাকার এগোজ্জেছড়িতে (১৪ কিলো) স্থানীয় জনগণের অর্থায়নে নির্মাণাধীন একটি প্রাইমারী স্কুল সেনাবাহিনীর সহযোগীতায় বনবিভাগ ভেঙে গুড়িয়ে দেয় এবং স্কুল নির্মাণ সরঞ্জামাদি গাড়িতে তুলে নিয়ে যায়।
উক্ত ঘটনার প্রতিবাদে ঐদিন তাৎক্ষণিকভাবে এলাকাবাসী মাজলং বাজার এলাকায় বিক্ষোভ প্রদর্শন ও সাজেক পর্যটন সড়ক অবরোধ করেন। এতে তারা স্কুলটি পুনঃনির্মাণ ও নিয়ে যাওয়া স্কুলের সরঞ্জামাদি ফেরত দিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। কিন্তু উক্ত সময়ের মধ্যে কোন সমাধান না হওয়ায় গতকাল (সোমবার) বিকাল ৫টা থেকে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি, সাজেক কার্বারি এসোসিয়েশন, ভূমি রক্ষা কমিটি ও জুমিয়া কল্যাণ সমিতির নেতৃত্বে এলাকাবাসী অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন। এমতাবস্থায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অবরোধ চলা অবস্থায় সেনাবাহিনী স্থানীয় জনপ্রতিনিধি ও মুরুব্বীদের সাথে আলোচনার উদ্যোগ নেয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
