সাজেকে অপহৃত দুই ব্যক্তিকে বেঁধে রাখা ছবি প্রকাশ করে নিজেদের অপকর্মের দায় স্বীকার করলো সন্তু গ্রুপ

0


বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

রাঙামাটির সাজেক ইউনিয়নের দুর্গম রাঙাপানিছড়া থেকে গত বছর (১ জুলাই ২০২৫) জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা মিটিঙের নামে উদয়পুর ডেকে নিয়ে ৬ গ্রামবাসীকে অপহরণ করে। 

অপহরণের প্রায় ২ মাস পর (২৬ আগস্ট ২০২৫) সন্তু গ্রুপের জিম্মিদশা থেকে তিন জন পালিয়ে আসতে সক্ষম হন।

এ ঘটনার ৬ মাস পর পালিয়ে আসা উক্ত তিন জন থেকে ২ জনের গলায় শিকল দিয়ে বাঁধা ছবি গতকাল রবিবার (১১ জানুয়ারি ২০২৬) পার্বত্য জুম্ম নিউজ নামে সন্তু গ্রুপের পরিচালিত একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। তবে সেখানে তারা মানুষকে বিভ্রান্ত করতে মিথ্যাভাবে ঘটনাটি লংগদু বলে উল্লেখ করে এবং এর সাথে ইউপিডিএফকে জড়িত করে।

উক্ত পেজটি অপহরণ ঘটনার মূল হোতা সন্তু গ্রুপের কমান্ডার বিক্রম চাকমার মাধ্যমে পরিচালনা করা হয় বলে জানা গেছে।

পরে প্রকাশিত ছবিগুলো যাচাই-বাছাই করে দেখা যায়, উক্ত দু’জন হলেন, সাজেকের রাঙাপানি ছড়া গ্রাম থেকে সন্তু গ্রুপের হাতে অপহরণের শিকার হওয়া সুবেশ চাকমা (পিতা- মঞ্জুগুলো চাকমা) ও সম বিকাশ চাকমা (পিতা- পুনং চান চাকমা)।

সন্তু গ্রুপের জিম্মিদশা থেকে পালিয়ে আসার পর তারা ভিডিও বক্তব্যের মাধ্যমে তাদের ওপর নির্মম নিপীড়ন-নির্যাতনের বিবরণ তুলে ধরেছিলেন (ভিডিওটি এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে)।

পালিয়ে আসতে সক্ষম হওয়া আরেকজনের নাম হচ্ছে ধন মনি চাকমা। তিনি সুবেশ চাকমার ভাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত দু’জনের শিকল দিয়ে বেঁধে রাখা ছবি প্রকাশ করার মাধ্যমে সন্তু গ্রুপ কার্যত উক্ত অপহরণ ও অপকর্মের দায় স্বীকার করেছে। ফলে এখন এলাকাবাসী অপহরণের পর নিখোঁজ থাকা বাকী তিন গ্রামবাসীকে মুক্তি দেয়ার দাবি জানাচ্ছেন।

উল্লেখ্য, সন্তু গ্রুপ সেদিন (১ জুলাই ২০২৫) রাঙাপানি ছড়া গ্রাম থেকে মোট ৮ জনকে অপহরণ করেছিল। এর মধ্য থেকে প্রথমে মুক্তিপণ নিয়ে দুজনকে ছেড়ে দিলেও বাকী ৬ জনকে অজ্ঞাত স্থানে জিম্মি করে রাখে এবং ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। তবে পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় এত টাকা দেওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি।

অপহরণের প্রায় ২ মাস পর (২৬ আগস্ট ২০২৫) সুবেশ চাকমা ও সম বিকাশ চাকমা সন্তু গ্রুপের জিম্মি দশা থেকে পালিয়ে আসতে সক্ষম হলেও তবে বাকী আরো তিন জনের এখনো খোঁজ পাওয়া যায়নি। এরা হলেন- ১. ভাঙাহা্দা চাকমা(৪৫), পিতা-অজ্ঞাত, ২. লক্ষী শান্তি চাকমা (৪৮), পিতা-কিনা চান চাকমা, ৩.  খুল্যা চাকমা-(৩৮), পিতা-আদে চন্দ্র চাকমা। তাদের ভাগ্যে কী ঘটেছে তাও জানা সম্ভব হয়নি।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More