সাজেকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউপিডিএফের ত্রাণ ও নগদ অর্থ সহায়তা
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনোছড়া গ্রামে আগুনে বাড়ি পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত জেসমি চাকমা’র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গঙ্গারাম ইউনিট।
আজ শুক্রবার (৭ এপ্রিল ২০২৩) বিকাল ৩ টার সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, তেল, পেঁয়াজ, হাড়ি- পাতিল ও কাপড়-চোপড় এবং অর্থ প্রদান করেন ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা। এ সময় তিনি জেসমি চাকমার বাড়িটি নির্মাণের সহায়তা দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, গতকাল ৬ এপ্রিল বিকাল ৩টার সময়ে চুলার গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হলে জেসমি চাকমার বাড়িসহ জিনিসপত্র সম্পর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় বিক্রির জন্য মজুত রাখা লক্ষাধিক ঝাড়ু ফুলও পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন