সাজেকে ইউপিডিএফের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে জনগণের কাজে সহায়তা

সাজেক প্রতিনিধি।। রাঙামাটির সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় ইউপিডিএফের স্থানীয় ইউনিটের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে ৫ জন গ্রামবাসীর কলা ও আমবাগান পরিষ্কার করার কাজে সহায়তা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার (২২ অক্টোবর ২০২১) ইউপিডিএফের সাজেক ইউনিটের সংগঠক আর্জেন্ট চাকমার নেতৃত্বে ইউপিডিএফ কর্মী ও স্থানীয় যুবক সহ প্রায় ১৫০ জন এ কাজে যোগদান করেন। এতে প্রায় ২০ একর পরিমাণ কলা ও আম বাগান পরিষ্কার করে দেওয়া হয়।
কাজ শেষে ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা সবার উদ্দেশ্য বলেন, আমাদের পার্টি জনগণেরই পার্টি। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পার্টি সামাজিক ও জনসেবামূলক নানা কর্মসূচি পালন করে থাকে। আজকের কর্মসূচিও তারই অংশ।

তিনি বলেন, পাটি আর জনগণ এক সাথে কাজ করলে অসাধ্যকে সাধন করা সম্ভব। তাই জনগণকে সাথে নিয়ে পার্টি অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছে।
স্থানীয় এলাকাবাসী ইউপিডিএফের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন