সাজেকে ইউপিডিএফের উদ্যোগে কৃষকের ধানকাটায় সহায়তা

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ ।। রাঙামাটির সাজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর গঙ্গারাম ইউনিটের উদ্যোগে কৃষকের ধানকাটায় সহায়তা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার (৬ মে ২০২২) ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমার নেতৃত্বে সকাল ৭টা থেকে বাঘাইহাটের বামে বাইবাছড়া গ্রামের বাসিন্দা এক কৃষকের প্রায় তিন একর ধান্যজমিতে পাকা ধান কাটার কাজে সহায়তা প্রদান করা হয়। উক্ত ধানকাটা সহায়তা কর্মসুচিতে স্থানীয় যুব সমাজের পক্ষ থেকে নারী পুরুষ অংশগ্রহণ করেন।

ধান কাটা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা বলেন, এই পার্টি জুম্ম জনগণের পার্টি। গঠনলগ্ন থেকে পার্টি জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও চালিয়ে যাবে।
তিনি আরো বলেন, সমাজে সহযোগিতামূলক মানসিকতা বজায় থাকলে ঐক্য সুদৃঢ় হয়। তাই আমাদের সকলের উচিত পরস্পর পরস্পরকে সহযোগিতা করা। তিনি ছাত্র, যুব ও নারী সমাজকে জনগণকে সহায়তা প্রদান ও ঐক্যবদ্ধভাবে জাতির অস্তিত্ব রক্ষার আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানান।
স্থানীয় জনপ্রতিনিধিও গণ্যমান্য ব্যক্তিবর্গ ইউপিডিএফের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
শেষে ধানকাটায় অংশগ্রহণকারীদের জন্য চা-নাস্তার আয়োজন করা হয়।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন