সাজেকে ইউপিডিএফের জনকল্যাণমূলক কর্মসূচি

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর-২০২৪
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে জনগণের চলাচলের সুবিধার্থে কাঠের সাঁকো নির্মাণ করে দেয়া হয়েছে।
গতকাল সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) সাজেকের ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ডানে বাইবাছড়া, বামে বাইবাছড়া এলাকায় ইউপিডিএফের স্থানীয় ইউনিটের উদ্যোগে সহযোগী গণসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে স্থানীয় জনগণের চলাচলের সুবিধার্থে একটি কাঠের সাঁকো নির্মাণ ও আরেকটি কাঠের সেতু মেরামত করে দেওয়া হয়।

ইউপিডিএফ সংগঠক ইয়ান চাকমা জুম্মো জনগণের পার্টি হিসেবে ইউপিডিএফ সব সময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনহিতকর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। আগামী ২৬ ডিসেম্বর পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে এ ধরনের কর্মসূচি পার্টির নিয়মিত কর্মসূচির একটি অংশ। জনগণের স্বার্থে পার্টির এ ধরনের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।