সাজেকে ইউপিডিএফ ও নারী সংঘের উদ্যোগে কৃষকের ধান রোপনে সহায়তা
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

রাঙামাটির সাজেকে ইউপিডিএফ ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের উদ্যোগে কৃষকের ধানের চারা রোপনে সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই ২০২৩) ধানের চারা রোপনে সহায়তা প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউপিডিএফ’র গঙ্গারাম ইউনিটের সংগঠক আর্জেন্ট চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সাজেক থানা শাখার সভাপতি রুপসী চাকমা ও বাঘাইছড়ি উপজেলা শাখার দপ্তর সম্পাদক রাধিকা চাকমা।
কর্মসুচিতে স্থানীয় গ্রামের যুবক-যুবতীরাও অংশগ্রহণ করেন।
ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা বলেন, আমাদের পার্টি রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনসেবামূলক নানা কর্মসূচিও পালন করে থাকে। পার্টি সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে থেকে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পার্টির এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন