সাজেকে ইউপিডিএফ সংগঠক মন্টু চাকমাকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৩ জুলাই ২০২৪
জেএস্এস সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ সংগঠক মন্টু চাকমাকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে সাজেকে তাৎক্ষণিক বিক্ষোভ হয়েছে।
আজ শনিবার (১৩ জুলাই ২০২৪) বিকাল সোয়া ৩টার দিকে সাজেক ইউনিয়নের মাচলং ব্রিজ পাড়ায় সন্তু লারমার জেএসএস-এর সন্ত্রাসীরা মন্টু চাকমাকে গুলি করে হত্যার চেষ্টা করে।
এ ঘটনার প্রতিবাদে বিকাল সাড়ে ৪টার সময় সাজেকের উজোবাজারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করা হয়।

মিছিলের পর অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি প্রকাশ চাকমা।
তিনি মন্টু চাকমাকে হত্যার চেষ্টার নিন্দা জানিয়ে অবিলম্বে এ ঘটনায় জড়িত সন্তু গ্রুপের সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি বলেন, সন্তু লারমা খুন ও সংঘাতের রাজনীতি জিইয়ে রেখে জনগণের আন্দোলন ধ্বংসের ষড়যন্ত্র করছে। তাকে প্রতিহত করতে জনগণকে রুখে দাঁড়াতে হবে। জনগণের আদালতে একদিন সন্তু লারমার বিচার করা হবে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।