সাজেকে এক ব্যক্তিকে নিজ জায়গায় বাড়ি নির্মাণে সেনাবাহিনীর বাধা
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
রাঙামাটির সাজেকে মিলন চাকমা নামে এক ব্যক্তিকে নিজ জায়গায় বাড়ি নির্মাণে সেনাবাহিনী বাধা দেয়ার খবর পাওয়া গেছে।
আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) সকালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মিলন চাকমা সাজেক উজোবাজারের একজন দোকান ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, গঙ্গারাম মুখ এলাকায় নিজের ক্রয়কৃত জায়গায় মিলন চাকমার বসতবাড়ি নির্মাণ কাজ বেশ কয়েকদিন যাবত চলমান রয়েছে। ইতোমধ্যে বাড়ির অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু হঠাৎ করে আজ সকাল আনুমানিক ৯:৩০টার সময় বাঘাইহাট ফরেস্ট অফিসের রেঞ্জ কর্মকর্তা মো. নিয়াজি-কে সাথে নিয়ে বাঘাইহাট জোন থেকে একদল সেনা সদস্য এসে মিলন চাকমাকে সেখানে বাড়ি নির্মাণে বাধা প্রদান করেন।
বাধা প্রদানের কারণ জানতে চাইলে তারা জায়গাটি ফরেস্টের এবং ক্যাম্প সংলগ্ন হওয়ার বিষয়টি উল্লেখ করেন বলে জানা গেছে।

মিলন চাকমাকে নিজ জায়গায় বাড়ি নির্মাণে বাধা প্রদান করে সেনাবাহিনীর সদস্যরা।
এ বিষয়ে মিলন চাকমা বলেন, জায়গাটি আমার অনেক আগে ক্রয়কৃত। শুধু আমার এ জায়গাটি ফরেস্টের জায়গা নয়। এখানকার সবাই ফরেস্টের জায়গার উপর বাড়ি নির্মাণ করে রয়েছে। এমনকি সেনাবাহিনীর ক্যাম্পগুলোও ফরেস্টের জায়গায় স্থাপন করা। তাহলে আমাকে বাড়ি নির্মাণে বাধা দেওয়া হবে কেন?
তিনি বলেন, বর্তমানে আমার বাড়ি নির্মাণ করা খুবই জরুরী। আর কয়েক মাস পর বর্ষা মৌসুম আসবে। বাড়ি নির্মাণ করতে না পারলে আমরা কোথায় থাকবো?
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।