সাজেকে কল্পনা চাকমা’র চিহ্নিত অপহরণকারীদের প্রতীকী ফাঁসি প্রদান

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১১ জুন ২০২৪
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে নারী নেত্রী কল্পনা চাকমা’র চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস, ভিডিপি কমাণ্ডার সালেহ আহম্মেদ ও নুরুল হককে জনতার আদালতের রায়ে প্রতীকী ফাঁসি প্রদান করা হয়েছে।
‘অপহরণের ২৮ বছর: কল্পনা চাকমার সন্ধান চাই’ শ্লোগানে আজ মঙ্গলবার (১১ জুন ২০২৪) দুপুর ১:৩০টার সময় হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও নারী আত্মরক্ষা কমিটির যৌথ উদ্যোগে সাজেক ইউনিয়নের মাচলংয়ে এই কর্মসূচি পালন করা হয়।
প্রথমে মাচলং হরি মন্দির এলাকা হতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মাচলং বাজার প্রদিক্ষণ করে মাচলং উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এতে এলাকার শিক্ষার্থীসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

এরপর সেখানে হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী সুখী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ইউপিডিএফ সংগঠক রিয়েল চাকমা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর তিনি সেখানে জনতার আদালত বসিয়ে চিহ্নিত অপহরণকারীদের বিরুদ্ধে আদালতের প্রদত্ত রায় পড়ে শোনান।
উক্ত রায়ে অপরাধীদের অপরাধ প্রমাণিত হওয়ায় কল্পনা চাকমাকে অপহরণের জন্য লে. ফেরদৌস, সালেহ আহমদ ও নুরুল হককে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করা হয় এবং তাদের তিন জনের কুশপুত্তলিকা ফাঁসিতে ঝুলিয়ে আজই এই মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ জারি করা হয়।

এছাড়া রায়ে ন্যায়বিচার প্রদানে ব্যর্থ হওয়া, আসামীদের রক্ষার চেষ্টা করা ও দায়মুক্তি দেয়ার জন্য ২৪ পদাতিক ডিভিশনসহ রাষ্ট্রকে কড়া সতর্ক করে জনতার আদালতের এ রায় অনুসরণের জন্য আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত শিক্ষার্থীরা ‘অপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি’ চাই বলে শ্লোগান দেন।

রায় পড়ে শোনানোর পর সমাবেশ স্থলে ঢোল বাজিয়ে কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস, ভিডিপি প্লাটুন কমাণ্ডার সালেহ আহম্মেদ ও নুরুল হকের কুশপুত্তলিকা রশিতে ঝুলিয়ে প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।