সাজেকে গণতান্ত্রিক যুব ফোরামের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

0


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ

শনিবার, ৫ এপ্রিল ২০২৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে গণতান্ত্রিক যুব ফোরামের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৫এপ্রিল২০২৫) দুপুর ১২টার সময় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অস্তিত্ব ধ্বংসের কবল থেকে জাতিকে রক্ষার্থে যুবশক্তি পূর্ণস্বায়ত্তশাসনের পতাকাতলে সমবেত হও, প্রতিরোধ গড়ে তোল” এই শ্লোগানে আয়োজিত আলোচনা সভায় গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা সভাপতি বীর চাকমার সভাপতিত্বে ও সাজেক থানার সাংগঠনিক সম্পাদক শুক্র চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা অর্থ সম্পাদক অনুপম চাকমা,  ইউপিডিএফ সংগঠক ইয়ান চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা সভাপতি অমিতা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার সহসভাপতি সুখী চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার সহসভাপতি ভুবান্তর চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি নিউটন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের সহসভাপতি ভুবান্তর চাকমা।

সভার শুরুতে পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত জুম্ম জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে আত্মবলিদানকারী সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।


সভায় অনুপম চাকমা বলেন, গণতান্ত্রিক যুব ফোরাম পার্বত্য চট্টগ্রামে অগ্রগামী যুব সমাজের একটি সংগঠন। পার্বত্য চট্টগ্রামে নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই গণতান্ত্রিক যুব ফোরাম প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে যুব ফোরাম গণতান্ত্রিকভাবে পার্বত্য চট্টগ্রামের জনগণের ওপর নিপীড়ন-নির্যাতন, ভূমি বেদখল, নারী নির্যাতনের বিরুদ্ধে এবং প্রাকৃতিক সম্পদক রক্ষাসহ পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে।

তিনি যুব ফোরামের পতাকাতলে এসে আন্দোলনে সামিল হওয়ার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান।

অমিতা চাকমা বলেন, সমাজে নারীদের অবস্থান বদলাতে হবে। নারীরা আন্দোলনে যুক্ত হলে তবেই আন্দোলন বেগবান হবে। সমাজের অর্ধেক অংশ নারী। তাই অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নারীদের অবশ্যই অংশগ্রহণ করতে হবে।

সুখী চাকমা বলেন, অধিকার অর্জনের লড়াইয়ে পুরুষের পাশাপাশি নারীদের জেগে উঠতে হবে। আমাদের আর ঘরে বসে নীরব থাকার সময় নেই। পার্বত্য চট্টগ্রামে চলমান নারী নির্যাতন, ভূমি বেদখলসহ সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে নারী-পুরুষকে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে।

ভুবান্তর চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িরা আজ চরম অস্তিত্ব সংকটের মধ্যে রয়েছে। যেখানে জাতির অস্তিত্ব সংকট সেখানে ছাত্র যুবকরা নিরপেক্ষ সেজে দর্শক হয়ে থাকতে পারে না। তিনি ছাত্র-যুব সমাজকে অস্তিত্ব রক্ষা ও অধিকার আদায়ের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More