সাজেকে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক এক ব্যক্তির বাড়ি ঘেরাও, ৩টি মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

রাঙামাটির সাজেক ইউনিয়নের ডুলুছড়ি গ্রামে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক এক ব্যক্তির বাড়ি ঘেরাও ও ৩টি মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রবিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৩) রাতে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
ভুক্তভোগী ব্যক্তির নাম শিশির চাকমা, পিতা- ধর্ম জ্যোতি চাকমা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার সময় জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র সদস্য ডুলুছড়ি গ্রামে এসে শিশির চাকমার বাড়িতে হানা দেয়। সন্ত্রাসীরা বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায় ও ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় সন্ত্রাসীরা ৩টি এন্ড্রয়েড মোবাইল (ভিভো) ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন