সাজেকে জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ কর্মী আহত, ইউপিডিএফের নিন্দা ও প্রতিবাদ

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৩ জুলাই ২০২৪
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচলঙে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফের এক কর্মী আহত হয়েছেন। ইউপিডিএফ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে জানিয়েছে।
আজ শনিবার (১৩ জুলাই ২০২৪) বিকালে মাচলঙের ব্রিজ পাড়ায় এ ঘটনা ঘটে।
আহত ইউপিডিএফ কর্মীর নাম মন্টু চাকমা (৫৫)। তিনি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া রুখচন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দা। তার পিতার নাম মৃত হেঙগি ধন চাকমা।
জানা যায়, আজ বিকাল ৩:১০টার সময় জেএসএস সন্তু গ্রুপের অভিযান ও বিফোর্স চাকমার নেতৃত্বে ৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী সাজেক ইউনিয়নের মাচলং ব্রিজ পাড়ায় হানা দিয়ে সেখানে সাংগঠনিক কাজে থাকা ইউপিডিএফ কর্মী মন্টু চাকমার ওপর সশস্ত্র হামলায় চালায়। এতে তিনি পিঠে গুলিবিদ্ধ হয়ে আহত হন।
ঘটনার পর তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি এই হামলার ঘটনাকে ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত আখ্যায়িত করে বলেন, ইউপিডিএফের নেতৃত্বে চলমান সিএইচটি রেগুলেশন রক্ষার আন্দোলন নস্যাৎ করে দেয়ার লক্ষ্যে সন্তু গ্রুপ এই হামলা চালিয়েছে। এর মাধ্যমে তারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে।
বিবৃতিতে সচল চাকমা অবিলম্বে হামলাকারী সন্তু গ্রুপের সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।