সাজেকে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক এক ব্যক্তিকে অপহরণ

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৫ আগস্ট ২০২৪
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের কমলাক পাড়া থেকে জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক এক ব্যক্তিকে অপহরণের খবর পাওয়া গেছে।
আজ সোমবার (৫ আগস্ট ২০২৪) সকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
অপহৃত ব্যক্তির নাম মিয়াধন চাকমা (৪০), পিতা- নাগজ্যা চাকমা, গ্রাম- কমলাক পাড়া, সাজেক।
জানা যায়, আজ সকাল ৮টার সময় সন্তু গ্রুপের সন্ত্রাসীরা নিজ বাড়ি থেকে মিয়াধন চাকমাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা তাকে বেধড়ক মারধর করে বলে পরিবারের লোকজন জানান।
রাত ৯টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাকে মুক্তি দেয়া হয়নি বলে জানা গেছে। তাকে নিয়ে পরিবারে লোকজন উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।