সাজেকে টানটান ‍উত্তেজনার মধ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত

0

সাজেক: সেনাবাহিনীর প্রবল বাধা, হঠাৎ গাড়ি চলাচল বন্ধ করে দেয়াসহ, সমাবেশস্থল দখল, হুমকি ধমকি ও রক্তচক্ষু উপেক্ষা করে আজ ২৮ এপ্রিল শুক্রবার সাজেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
18157964_1772135116450365_1896803576174564704_n
সকল প্রকার নারী নির্যাতন, ধর্ষন, খুনের বিচার, রমেল চাকমার খুনীদের সাজা, ধর্ষনের মেডিক্যাল রিপোর্ট প্রদানে পার্বত্য চট্টগ্রামে জারিকৃত গোপন সরকারী নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে ৫ নারী সংগঠন কতৃক ঘোষিত সমাবেশ ২৮ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৯টায় সময় সাজেকের শহীদ লাদুমনি বাজারে অনুষ্ঠিত হয়েছে।
IMG_20170428_100757
শহীদ লাদুমনি বাজার থেকে মিছিলটি শুরু হয়ে স্থানীয় বনানী বনবিহার গেটসংলগ্ন রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সাজেক নারী সমাজের সদস্য শুভ তারা চাকমাসহ অন্যান্যদের উপস্থিতিতে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা।
_________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More