সাজেকে তিন সংগঠনের উদ্যোগে কৃষকের জমির ধান কাটায় সহযোগিতা

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
রাঙামাটির সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নাঙ্গলমারা গ্রামে এক কৃষকের জমির পাকা ধান কাটায় সহযোগিতা করেছে তিন সংগঠনের নেতা-কর্মীরা।
আজ শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার নেতা-কর্মীরা এই সহযোগিতা প্রদান করেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত এই ধানকাটা সহযোগিতায় গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা কমিটির সহসম্পাদক সমর চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ইমন চকামা ও হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক পরাণী চাকমাসহ তিন সংগঠনের ১১ জন অংশগ্রহণ করেন।
এ সহযোগিতার কারণে কৃষক তিন সংগঠনের নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, এ ধরনের ভালো উদ্যোগ সংগঠনের সাথে জনগণের সম্পর্ক সুদৃঢ় হয়। তিনি আগামী দিনেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সংগঠনগুলোকে পরামর্শ দেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
