সাজেকে নবনির্মিত প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের সাইনবোর্ড খুলে নিয়ে গেছে সেনাবাহিনী!
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনোছড়া এলাকায় ইউপিডিএফের উদ্যোগে নবনির্মিত ‘শুকনোছড়া প্রাক প্রাথমিক বিদ্যালয়’-এর সাইনবোর্ডটি সেনাবাহিনী খুলে নিয়ে গেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
স্থানীয়রা এ প্রতিবেদককে জানান, আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৩) দুপুর ১২টার সময় বাঘাইহাট সেনা জোন থেকে ১০/১২ জনের একদল সেনা সদস্য শুকনোছড়া গ্রামে এসে প্রথমে সোনাধন চাকমা (৪৫)-এর দোকানে ব্যাপক তল্লাশি চালায়। কিন্তু সেখানে অবৈধ কোন কিছু না পেয়ে পরে সেখান থেকে চলে যাবার সময় সেনারা শুকনোছড়া ১০নং পাড়ায় ইউপিডিএফের উদ্যোগে নবনির্মিত শুকনোছড়া প্রাক প্রাথমিক বিদ্যালয়ের সাইনবোর্ডটি খুলে নিয়ে যায়।
নাম প্রকাশের অনিশ্চুক স্থানীয় এক ব্যক্তি বলেন, এখানে স্কুলটি স্থাপনে সেনাবাহিনীর কী এমন ক্ষতি হলো যে স্কুলের সাইনবোর্ডটি খুলে নিতে হবে! তাহলে সেনাবাহিনী কি চায় না এ এলাকার শিশুরা পড়ালেখা করুক?
স্থানীয় লোকজন সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ইউপিডিএফের সাজেক ইউনিট কর্তৃক উক্ত বিদ্যালয়টি উদ্বোধন করা হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন