সাজেকে নাঈম-এর খুনি ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানিকছড়িতে পিসিপির বিক্ষোভ

0

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৪ জুন ২০২৪

রাঙামাটির সাজেকের বাঘাইহাটে ঠ্যাঙাড়ের সন্ত্রাসী কর্তৃক শান্তি পরিবহনের সুপার ভাইজার মো. নাঈম হত্যার প্রতিবাদে এবং খুনি ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের গ্রেফতার-শাস্তি, ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দেয়া এবং বাঘাইহাট জোন কমাণ্ডার ও বাঘাইছড়ির ইউএনও’কে প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), মানিকছড়ি উপজেলা শাখা।

আজ সোমবার (২৪ জুন ২০২৪) সকাল ১১টর সময় মানিকছড়ি সদরস্থ জামতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে পৃষ্ঠতলা পেট্রোল পাম্প এলাকা ঘুরে আবারও জামতলায় এসে সমাবেশে মিলিত হয়। এতে স্থানীয় বাঙালিরাও অংশগ্রহণ করেন।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন পিসিপির মানিকছড়ি উপজলা শাখার সাবেক সভাপতি অংহ্লাচিং মারমা ও বর্তমান অর্থ সম্পাদক আতুসে মার্মা।

সমাবেশে বক্তারা বলেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে প্রভাব খাটানোর জন্য রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীতায় ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা সাজেকের বাঘাইহাটে অবস্থান নিয়ে সাধারণ লোকজনকে হুমকি-ধামকি ও নানা হয়রানি করেছে। যার কারণে গত ১৮ জুন সেখানকার স্থানীয় লোকজন সন্ত্রাসীদের অপকর্মের প্রতিবাদে ও ঠ্যাঙাড়েদের প্রতিরোধে বাঘাইহাট বাজারে বিক্ষোভ প্রদর্শন ঠ্যাঙাড়ে সন্ত্রাসীররা বিক্ষোভকারী জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছে। আর এতে গুলিবিদ্ধ হয়ে শান্তি পরিবহনের সুপার ভাইজার মো. নাঈম মারা যান।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার এক সপ্তাহেও প্রশাসন খুনি ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের গ্রেফতার করেনি। উপরন্তু খুনিদের রক্ষা করতে নিহত নাঈমের চাচার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ইউপিডিএফের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ইউপিডিএফ নেতা-কর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, মো. নাঈম খুনে জড়িত ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি, ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দিয়ে তাদের অপকর্ম সন্ধ করা, ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের আশ্রয়দাতা বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল খায়রুল আমিন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারকে প্রত্যাহারের দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More