সাজেকে পাহাড়ি গ্রামে অভিযান নাঈম হত্যাকারীদের সুরক্ষা দেয়ার প্রচেষ্টার অংশ : পিসিপি

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৬ জুন ২০২৪
নাঈম হত্যাকারীদের গ্রেফতার না করে রাঙামাটি জেলার সাজেকের পাহাড়ি গ্রামে অভিযান চালানোর সিদ্ধান্তকে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ও খুনীদের সুরক্ষা দেয়ার প্রচেষ্টার অংশ বলে মন্তব্য করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর রাঙ্গামাটি জেলা শাখা।
আজ বুধবার (২৬ জুন ২০২৪) সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে সংগঠনটির রাঙ্গামাটি জেলা সভাপতি তনুময় চাকমা ও সাধারণ সম্পাদক বারিজ্যা চাকমা উপরোক্ত মন্তব্য করে অবিলম্বে অভিযানের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
বিবৃতিতে নেতৃদ্বয়, অপারেশনের নামে নিরীহ গ্রামবাসীকে গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করা হলে কিংবা বাড়িঘরে অহেতুক তল্লাশী চালানো হলে জনগণ তা মেনে নেবে না বলে স্থানীয় প্রশাসনকে সতর্ক করে দেন।
নেতৃদ্বয়, টালবাহানা না করে নাঈম হত্যার দায়ে ষড়যন্ত্র করে নিরীহ ব্যক্তিদের নামে দেয়া মামলা প্রত্যাহার করে প্রকৃত অপরাধী খুনী ঠ্যাঙাড়েদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।