সাজেকে পাহাড়ি নারীকে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে এক সেটলারকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ
সিএইচটিনিউজ.কম
সাজেক(রাঙামাটি) : রাঙামাটির সাজেকে এক পাহাড়ি নারীকে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে রহিম(৪৫) নামে এক সেটলার গরু ব্যবসায়ীকে গণধোলাইয়ের পর পুলিশে হাতে সোপর্দ করেছে এলাকাবাসী।
জানা যায়, মারিশ্যা এলাকার মো: রহিম সাজেকের নাঙলমারা গ্রামে রবিবার রাতে যুবলাল চাকমা নামে ব্যক্তির বাড়িতে যায়। যুবলাল তখন বাড়িতে ছিলেন না। এ সুযোগ মো: রহিম যুবলালের স্ত্রীকে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে এলাকাবাসী জানতে পারলে একজোট হয়ে সেখানে গিয়ে রহিমকে আটক করে গণধোলাই দেয়। সারারাত আটক রাখার পর সোমবার দুপুরে এলাকাবাসী রহিমকে সাজেক থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত অফিসার আনোয়ারের হাতে সোপর্দ করে।
মো: রহিম বাঘাইছড়ি পৌরসভার মডেল টাউন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
তবে এ নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।
————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।