সাজেকে বিক্ষোভ সমাবেশ, বাঘাইহাট জীপ মালিক সমিতির পরিবহন বয়কটের ঘোষণা

0

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪

বাঘাইহাট বাজার সমবায় জীপ মালিক সমিতি, সমবায় শ্রমিক সমিতি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক জুম্ম ব্যবসায়ীদের ব্যবসায়িক হয়রানি ও দোকান ব্যবসায়ীদের পণ্যবাহী ট্রাক বাঘাইহাট বাজারে আটকানোর প্রতিবাদে সাজেকের উজোবাজারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে বাঘাইহাট বাজার সমবায় জীপ সমিতির সকল পরিবহণ বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৬ আগস্ট ২০২৪) বেলা ২টার সময় সাজেক জুম্মো সাধারণ ব্যবসায়ী, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে উক্ত বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বাবু ধন চাকমার সঞ্চালনায় ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন উজোবাজার পরিচালনা কমিটির সভাপতি বিলাশী চাকমা, সাজেক গণ অধিকার রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক নতুন জয় চাকমা ও কাঁচামাল ব্যবসায়ী সমিতির পক্ষে বক্তব্য রাখেন লগ্নজিৎ চাকমা।

বক্তারা অভিযোগ করে বলেন, ২০১০ সাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেক্ষ সহযোগীতায় বাঘাইহাট সমবায় জীপ মালিক সমিতি, সমবায় শ্রমিক সমিতি বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে সাজেকের মাচলং ও উজোবাজারের দোকান ব্যবসায়ী, কাঁচামাল ব্যবসায়ীসহ এলাকায় জনগণের উৎপাদিত সকল পণ্য বাঘাইহাট বাজার বাদে অন্যত্র বাজারজাত করতে বাধা প্রদানের মাধ্যমে নানা হয়রানি করে আসছে।

গত ১৪ আগষ্ট মাচলং ও উজোবাজারের বেশ কয়েকজন দোকান ব্যবসায়ী মিলে ২০০ বস্তা চালসহ মুদি দোকানের মালামাল দীঘিনালার বোয়ালখালী বাজার হতে ট্রাক যোগে নিয়ে আসার সময় বাঘাইহাট বাজারে পণ্যবাহী ট্রাকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেক্ষ সহযোগীতায় বাঘাইহাট সমবায় জীপ মালিক সমিতি আটকে দেয়। সমিতির সভাপতি মো. রহিম ও সাধারণ সম্পাদক মো. রায়হানের নির্দেশে বাঘাইহাট সমবায় শ্রমিক সমিতির মো. মনা মাঝির নেতৃত্বে একদল লেবার ট্রাকটি আটকিয়ে রাখে। প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল তিনদিন যাবৎ আটকে থাকায় ব্যবসায়ীকভাবে যথেষ্ট ক্ষতির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা।

তারা আরো বলেন, বিষয়টি দ্রুত সমাধানের জন্য বাঘাইহাট বাজার সমবায় জীপ মালিক সমিতির দায়িত্বশীল প্রতিনিধি, জনপ্রতিনিধি-মুরুব্বিসহ বাঘাইহাট সেনা জোনে আলোচনা করা হলেও আজো পর্যন্ত কোন সমাধান পাওয়া যায়নি।

একই বিষয়ে সমাধান চেয়ে ইউএনও’র মাধ্যমে ডিসি বরাবর ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে উজোবাজার, মাচলং বাজার ও কাঁচামাল ব্যবসায়ীদের স্বাক্ষরে একটি স্মারকলিপিও পেশ করা হয়। কিন্তু এরপরও বিষয়টি সমাধানে প্রশাসনিক দৃশ্যমান কোন পদক্ষেপ না পাওয়া যায়নি বলে তারা অভিযোগ করেন।

সমাবেশ থেকে তারা দুই দফা দাবি জানান। দাবিগুলো হলো-

১। সাজেকবাসীর উৎপাদিত দ্রব্য-সামগ্রী মুক্ত বাজারজাত করণের উপর কারোর কর্তৃক কোন নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা থাকতে পারবে না।

২। বাইরে থেকে যে কোন সমিতি, ব্যক্তি মালিকানাধীন পরিবহণ দিয়ে ব্যবসায়ীদের মালামাল পরিবহণে উন্মুক্ত করে দিতে হবে।

এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেক এলাকাবাসী বাঘাইহাট সমবায় জীপ মালিক সমিতির সব ধরনের পরিবহণে মালামাল আনা-নেয়া ও যাত্রী হয়ে গাড়িতে উঠানামা থেকে সম্পুর্ণ বিরত থাকবে বলে ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে।

বক্তারা উক্ত কর্মসূচি সফল করতে সকলের সহযোগীতা কামনা করে সমাবেশ সমাপ্ত করেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More