সাজেকে বীরকন্যা প্রীতিলতার ৯৩তম আত্মাহুতি দিবস পালিত

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫)
রাঙামাটির সাজেক ইউনিয়নের মাজলঙে হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটর উদ্যোগে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বীরকন্যা প্রীতিলতার ৯৩তম আত্মাহুতি দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৬:৪৫টা হতে ৭টার সময় ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা, মাষ্টারদা সূর্য্য সেন ও কল্পনা দত্তের প্রতিকৃতিতে ফুলের স্টিক দিয়ে নারী আত্মরক্ষা কমিটির একটি চৌকস টীম স্যালুট প্রদান করে। এরপর ১ মিনিট নীরবতা পালন এবং শ্রাদ্ধাঞ্জলি পাঠ ও শপথ গ্রহণ করা হয়।

দুপুর ১.৪৫ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সীমা চাকমা। সভায় সকালের অনুরূপভাবে শ্রদ্ধাঞ্জলি ও শপথ গ্রহণ করা হয়। ১ম ও ২য় পর্বের অনুষ্ঠান সঞ্চালনা করেন হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার সদস্য ইয়ানা চাকমা।
সকালে শপথ বাক্য পাঠ করেন হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সীমা চাকমা ও দুপুরে শপথ বাক্য পাঠ করেন ইয়ানা চাকমা।

সভায় বক্তব্য রাখেন ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা, সাজেক ইউনিটের সংগঠক উত্তম চাকমা, সহকারী শিক্ষক পাত্থর মনি চাকমা ও চিল্যাতলী গ্রামের মুরুব্বী এজেন্ট প্রিয় চাকমা।
বক্তরা প্রীতিলতার আদর্শ ধারন, পালন করে পার্বত্য চট্টগ্রামে লড়াই সংগ্রাম জোরদার করে সকল অন্যায়, অবিচর, জুলুমের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তুলতে উপস্থিত ছাত্র-জনতার প্রতি আহবান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।