সাজেকে মধ্য রাতে সেনাদের অপতৎপরতা, চীবরদান অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে আতঙ্ক

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
রাঙামাটির সাজেক ইউনিয়নের মাজলঙে মধ্য রাতে সেনাবাহিনীর অপতৎপরতার কারণে সেখানে কঠিন চীবর দান অনুষ্ঠানে আগত লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
জানা যায়, গতকাল রবিবার (১২ অক্টোবর) মাজলঙ স্বধর্ম বৌদ্ধ বিহারে ২০তম কঠিন চীর দানোৎসব চলার সময় দিবাগত মধ্য রাত ১২টার সময় মাজলং সেনা ক্যাম্প থেকে ২০ জনের একটি সেনা দল মাজলং বাজার এলাকায় অপতৎপরতা চালায়। এতে উৎসবে আগত শত শত পূণ্যার্থী ও দায়ক-দায়িকাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যার ফলে ধর্মীয় উৎসবের ব্যাঘাত ঘটে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাত-বিরাতে সেনাবাহিনীর এমন অপতৎপরতায় জনগণ উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এমন অবস্থা অব্যাহত থাকলে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নিরাপদে, নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান করবে পারবে কি-না সন্দেহ দেখা দিয়েছে বলে তারা মন্তব্য করেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।