সাজেকে মাজলঙে ইউপিডিএফ ২৬তম প্রতিষ্ঠার বার্ষিকী পালিত

আলোচনা সভায় বক্তব্য রাখছেন ইউপিডিএফ নেতা সচিব চাকমা।
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
“আত্মশক্তিই আসল শক্তি, বিজয় অর্জনের লক্ষে সংগঠিত হোন, প্রস্তুতি জোরদার করুন” এই শ্লোগানেৎ রাঙামাটির সাজেক ইউনিয়নের মাজলঙে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ ২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার সকাল ১০টার সময় ‘আমরা করবো জয়’ গানটির মাধ্যমে ইউপিডিএফের পতাকা উত্তোলন করেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব চাকমা।
পতাকা উত্তোলন শেষে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এতে ইউপিডিএফের পক্ষ থেকে ইউপিডিএফ নেতা সচিব চাকমা, অডিট চাকমা, নিরোধ চাকমা ও দিঘোল চাকমা; গণতান্ত্রিক যুব ফোরামের পক্ষ থেকে থেকে নিউটন চাকমা, পিসিপির পক্ষ থেকে ভবান্তর চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের পক্ষ থেকে সুখী চাকমা, শহিদ পরিবারের পক্ষ থেকে গোপাল কৃষ্ণ চাকমা, বসন্ত চাকমা ও মহেস চন্দ্র চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের জনজালি চাকমা ও রিতা চাকমা এবং এলাকাবাসীর পক্ষ থেক জ্ঞান প্রিয় চাকমা(কার্বারী), মেহেন্দ্র ত্রিপুরা (কার্বারী) বিমল বিহারী চাকমা ও রনি চাকমা(কার্বারী) স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।



শ্রদ্ধা নিবেদন শেষে অধিকার আদায়ের লক্ষ্যে আত্মবলিদানকারী সকল শহিদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর ইউপিডিএফ সংগঠক রিয়েল চাকমা সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা সচিব চাকমা বলেন, ১৯৯৮ সালের আজকের এই দিনে পার্টি প্রতিষ্ঠা হয়। পার্বত্য চট্টগ্রামে জনগণের প্রয়োজনে ও জাতির অস্তিত্ব রক্ষার্থে এ পার্টির আত্মপ্রকাশ ঘটেছে।

ইউপিডিএফের পতাকা উঁচিয়ে ধরে শিশুসহ অংশগ্রহণকারীরা।
তিনি বলেন, পার্টি শুরু থেকে জনগণকে সাথে নিয়ে আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আগামীতেও জনগণকে নিয়েই পার্টি অধিকার প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত আন্দোলন চালিয়ে যাবে। তিনি সবাইকে সংগঠিত হওয়ার জন্য আহ্বান জানান।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করা পার্টি কর্মী, কর্মীদের সহধর্মীনি ও সন্তানদের পার্টির নির্ধারিত শপথনামা পাঠ করান সচিব চাকমা। শপথনামা শেষ হওয়ার পর সভা শেষ হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।